দিগ্বিজয়কে `পাগল` বললেন উদ্ধব

দিগ্বিজয় সিং-ঠাকরে পরিবারের `দ্বৈরথে` এবার মঞ্চে অবতীর্ণ হলেন শিবসেনার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট উদ্ধব ঠাকরে। কিছুদিন আগে ঠাকরে পরিবার আসলে বিহার থেকেই মহারাষ্ট্রে এসেছেন বলে মন্তব্য করেছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর মন্তব্যের সপক্ষে `প্রমাণ`ও পেশ করেন। বুধবার দিগ্বিজয়ের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন উদ্ধব। বলেন মহারাষ্ট্রে ঠাকরে পরিবারের উদ্ভবের সম্পূর্ণ অপব্যাখ্যা করেছেন এই কংগ্রেস নেতা।

Updated By: Sep 6, 2012, 05:26 PM IST

দিগ্বিজয় সিং-ঠাকরে পরিবারের `দ্বৈরথে` এবার মঞ্চে অবতীর্ণ হলেন শিবসেনার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট উদ্ধব ঠাকরে। কিছুদিন আগে ঠাকরে পরিবার আসলে বিহার থেকেই মহারাষ্ট্রে এসেছেন বলে মন্তব্য করেছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর মন্তব্যের সপক্ষে `প্রমাণ`ও পেশ করেন। বুধবার দিগ্বিজয়ের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন উদ্ধব। বলেন মহারাষ্ট্রে ঠাকরে পরিবারের উদ্ভবের সম্পূর্ণ অপব্যাখ্যা করেছেন এই কংগ্রেস নেতা।
বুধবার শিবসেনা সুপ্রিমো বাল ঠাকরের বাবা প্রবোধাঙ্কার ঠাকরের লেখা একটি বই নিয়ে ময়দানে অবতীর্ণ হন দিগ্বিজয় সিং। তাঁর কথা অনুযায়ী এই বইটির ৪৫ নম্বর পাতায় স্পষ্ট ভাবে উল্লেখ আছে যে ঠাকরে পরিবার বিহারের মগধ থেকে প্রথমে মধ্যপ্রদেশের ভোপালে আসেন। সেখান থেকে রাজস্থান হয়ে মহারাষ্ট্রের পুনেতে চলে আসেন তাঁরা।
বর্ষীয়ান কংগ্রেস নেতার এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছিল আগেই। বুধবার সেই সূত্রেই প্রতিক্রিয়া জানাতে গিয়ে উদ্ধব বলেন "আমার ঠাকুরদা সারা ভারতবর্ষে বসবাসকারী এক সমাজের কথা তাঁর বইতে বলেছেন। আমাদের পরিবারও সেই সমাজেরই একটা অংশ ছিল। ঠিক করে মারাঠি ভাষা না জানার কারণে বইটির আসল বক্তব্য বুঝতে না পেরেই অবিমৃশ্যকারীর মত মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।" এই প্রসঙ্গে দিগবিজয়কে `পাগল` অ্যাখা দিতেও পিছপা হননি তিনি।
উদ্ধবের করা মন্তব্যের প্রত্যুত্তরে দ্বিগবিজয় সিং বলেন "২৬/১১ মুম্বাই হামলার সময় ঠাকরেরা লুকিয়েছিলেন। এখন তাঁরা নিজের ঠাকুরদা যা বলেছেন তাই যদি অস্বীকার করেন তাহলে আমার বলার আর কিছুই থাকেনা।"
কিছুদিন আগেই মহারাষ্ট্রে বসবাসকারী বিহারিদের `অনুপ্রবেশকারী` বলেন এমএনএস প্রধান এবং উদ্ধবেরই খুড়তুতো ভাই রাজ ঠাকরে। এর পরেই দিগ্বিজয় সিং ঠাকরে পরিবার সম্পর্কে বিতর্কিত মন্তব্যটি করে। তিনি বলেন, "ঠাকরেরা নিজেরাই আসলে বিহার থেকেই মহারাষ্ট্রে এসেছেন। তাই রাজের কোন অধিকার নেই বিহারীদের বিপক্ষে বিরূপ কোন মন্তব্য করার।" বিতর্ক উসকে দিয়ে মঙ্গলবার ভাইয়ের সুরে সুর মিলিয়ে উদ্ধব ঠাকরে বলেন বিহারিদের মহারাষ্ট্রে প্রবেশের জন্য বিশেষ অনুমতিপত্র চালু করা উচিত। ঠিক তার পরের দিনই দিগ্বিজয় সিং-এর ব্যাখ্যার বিরুদ্ধে কড়া মন্তব্যটি করেন তিনি।

.