ট্রাই সাইকেলে চড়েই খাবার নিয়ে হাজির 'বিশেষভাবে সক্ষম' জোমাটো ডেলিভারি বয়

টুইটারে এবার যে জোমাটো ডেলিভারি বয়ের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সেটা যেমন তেমন নয়।

Updated By: May 19, 2019, 11:35 PM IST
ট্রাই সাইকেলে চড়েই খাবার নিয়ে হাজির 'বিশেষভাবে সক্ষম' জোমাটো ডেলিভারি বয়

নিজস্ব প্রতিবেদন : খাবারে প্লাস্টিক! কিংবা খাবারে আরশোলা! ফুড ডেলিভারি সংস্থা জোমাটোর এমন নানা বিতর্কে সংবাদ শিরোনামে উঠে এসেছে। কিংবা ভাইরাল হয়েছে সেই সব ভিডিয়ো। সংস্থার গা-ছাড়া মনোভাব নিয়ে গত এক বছরে নানা প্রশ্ন উঠে এসেছে। একের পর এক এমন কাণ্ডের জেরে জাতীয় ডেলিভারি সংস্থার বিশ্বাসযোগ্যতা স্ক্যানারের নিচে। আবার সংবাদ শিরোনামে উঠে এল ফুড ডেলিভারি সংস্থা জোমাটো। তবে এবার অন্য কারণে। এবার অবশ্য জোমাটো ডেলিভারি বয়ের এই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে বিশেষ কারণে। এই ভিডিয়ো অনেকের মন জিতে নিয়েছে।

টুইটারে এবার যে জোমাটো ডেলিভারি বয়ের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সেটা যেমন তেমন নয়। বিশেষভাবে সক্ষম এক জোমাটো ডেলিভারি বয়। ট্রাই সাইকেলে চড়েই বাড়ি বাড়ি খাবার নিয়ে হাজির হচ্ছেন তিনি। মুখের খাবার তুলে দিয়ে অন্যের মুখে হাসি ফোটাচ্ছেন ভাইরাল হওয়া সেই রামু নামের জোমাটো ডেলিভারি বয়। শুধু তাই নয় টুইটারে সকলেই জোমাটোর প্রশংসাও করেছেন। একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তির রুজি রোজগারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এমনকী সেই রামুই এখন অনেকের অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন বলেন মনে করছেন নেটিজেনরা।

আরও পড়ুন - মোবাইল চার্জারের তার মুখে দিতেই মৃত্যু হল দেড় বছরের শিশুর

Tags:
.