পুজোয় সুখবর, কমছে পেট্রোল-ডিজেলের দাম

উত্‍সবের মরশুমে নতুন সুখবর। কমতে চলেছে ডিজেল ও পেট্রোলের দাম। আজ বিকেলেই হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতেই, দেশীয় বাজারে জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর, লিটারপ্রতি ১ টাকা ২৫ পয়সা কমতে পারে পেট্রোলের দাম।

Updated By: Sep 30, 2014, 05:46 PM IST
পুজোয় সুখবর, কমছে পেট্রোল-ডিজেলের দাম

ওয়েব ডেস্ক: উত্‍সবের মরশুমে নতুন সুখবর। কমতে চলেছে ডিজেল ও পেট্রোলের দাম। আজ বিকেলেই হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতেই, দেশীয় বাজারে জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর, লিটারপ্রতি ১ টাকা ২৫ পয়সা কমতে পারে পেট্রোলের দাম।

ডিজেলের দাম প্রতি লিটারে এক টাকা কমতে পারে। ২০১৩ সালের ১৭ জানুয়ারি, ডিজেল বিক্রিতে ক্ষতির পরিমাণ শূন্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ইউপিএ সরকার। সেই লক্ষ্যে নিয়মিত ব্যবধানে পঞ্চাশ পয়সা করে বেড়েছে ডিজেলের দাম।

শেষ আর্থিক সমীক্ষায় দেখা গিয়েছে ক্ষতির পরিমাণ পুষিয়ে ডিজেলে লিটার প্রতি লাভ হয়েছে এক টাকা। তাই দাম কমানোর সিদ্ধান্ত। সাড়ে পাঁচ বছর আগে, ২০০৯ সালের ২৯ জানুয়ারি শেষবার কমেছিল ডিজেলের দাম। বিরোধীদের অভিযোগ, মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই দাম কমাচ্ছে কেন্দ্র।

.