প্রধানমন্ত্রীকে বাঁচাতে সিবিআইকে চাপ!

বিজেপি নেত্রী তথা লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ নতুন অভিযোগ আনলেন ইউপিএ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে। কয়লা কেলেঙ্কারি থেকে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বাঁচাতে সিবিআইয়ের ওপর চাপ বাড়াচ্ছে সরকার। শনিবার এমনই অভিযোগ সুষমার। এ দিন টুইটারে লোকসভার বিরোধী দলনেত্রী নথি তুলে ধরে লিখেছেন, "প্রধানমন্ত্রীকে বাঁচাতে সিবিআইকে প্রভাবিত করার ঘটনা অত্যন্ত গুরুতর।"

Updated By: Apr 13, 2013, 12:28 PM IST

বিজেপি নেত্রী তথা লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ নতুন অভিযোগ আনলেন ইউপিএ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে। কয়লা কেলেঙ্কারি থেকে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বাঁচাতে সিবিআইয়ের ওপর চাপ বাড়াচ্ছে সরকার। শনিবার এমনই অভিযোগ সুষমার।
এ দিন টুইটারে লোকসভার বিরোধী দলনেত্রী নথি তুলে ধরে লিখেছেন, "প্রধানমন্ত্রীকে বাঁচাতে সিবিআইকে প্রভাবিত করার ঘটনা অত্যন্ত গুরুতর।" বিজেপি নেত্রী আজকের এক ইংরাজি দৈনিকে প্রকাশিত হওয়া খবরের সূত্র উল্লেখ করে অভিযোগ করেছেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত মাসে শীর্ষ আদালতে রিপোর্ট পেশ করার আগে সিবিআই আধিকারিকদের সঙ্গে পরামর্শ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকরা।
ওদিকে বিজেপি নেতা অরুণ জেটলি কয়লা কেলেঙ্কারির তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠনের দাবি তুলেছেন। তাঁর অভিযোগ,"ইউপিএ সরকার সিবিআইকে স্বতন্ত্র ভাবে কাজ করতে দিচ্ছে না।"
যদিও সমস্ত অভিযোগ স্বমূলে খণ্ডন করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

.