‘সন অব স্পিকার’ সাঁটা গাড়ির ছবি পোস্ট করায় বিপাকে অকালি বিধায়ক

গত ১৫ জুলাইয়ের ওই টুইটের ভিত্তিতে দিল্লির বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েল মানহানি মামলার হুঁশিয়ারি দেন। সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার কথা বলেন

Updated By: Jul 19, 2019, 02:21 PM IST
‘সন অব স্পিকার’ সাঁটা গাড়ির ছবি পোস্ট করায় বিপাকে অকালি বিধায়ক

নিজস্ব প্রতিবেদন: সাদা ডাস্টার গাড়ি। পিছনে স্টিকার সাঁটা ‘সন অব এমএলএ’। নম্বর প্লেট দিল্লির। সেই গাড়ির ছবি টুইট করে বিপাকে শিরোমনি অকালি দলের বিধায়ক মনজিনদর সিং সিরসা। ওই গাড়ি দিল্লির স্পিকারের ছেলের বলে করে রিটুইট করেন মনজিনদর।

গত ১৫ জুলাইয়ের ওই টুইটের ভিত্তিতে দিল্লির বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েল মানহানি মামলার হুঁশিয়ারি দেন। সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার কথা বলেন। না হলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। এই মর্মে গোয়েল আইনজীবী একটি নোটিসও পাঠান।

আরও পড়ুন- উত্তরপ্রদেশের মির্জাপুরে আটক প্রিয়ঙ্কা গান্ধী

স্পিকারের আইনজীবী জানান, তাঁর মক্কেলের ছেলের গাড়ি নয়। ভুয়ো তথ্য পেশ করে মক্কলের মর্যাদা হানি করেছেন ওই বিধায়ক। উল্লেখ্য, দিল্লির রাজৌরি গার্ডেন বিধানসভা কেন্দ্র থেকে জিতে এসেছেন অকালি দলের নেতা মনজিনদর সিং।   

.