পুলিসের অমানবিক ব্যবহার, আপের ভিডিওর ভিত্তিতে সাসপেন্ড ৩ পুলিস কর্মী
আম আদমি পার্টির জারি করার ভিডিও-র ভিত্তিতে ৩ পুলিসকর্মীকে সাসপেন্ড করল দিল্লি পুলিস। এক ব্যক্তিকে নির্মম ভাবে মারার অভিযোগ রয়েছে ওই পুলিস কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার সেই ভিডিওই আপলোড করা হয়েছে আপের ওয়েব সাইটে।
আম আদমি পার্টির জারি করার ভিডিও-র ভিত্তিতে ৩ পুলিসকর্মীকে সাসপেন্ড করল দিল্লি পুলিস। এক ব্যক্তিকে নির্মম ভাবে মারার অভিযোগ রয়েছে ওই পুলিস কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার সেই ভিডিওই আপলোড করা হয়েছে আপের ওয়েব সাইটে।
এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার শিন্ডেকেও। পুলিস আধিকারিক বিএস বাসি আশ্বস্ত করেন অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আপ জানিয়েছে এক পথ চলতি ব্যক্তি ওই নির্যাতনের ভিডিওটি তোলেন। ভিডিওতে ৩ পুলিস কর্মী এক ব্যক্তিকে লাঠি, ছড়ি দিয়ে বেধড়ক মারছে। নির্যাতিত ব্যক্তির ওয়ালেট কেড়ে নিয়ে তা থেকে টাকাও বের করে নেন আইনরক্ষকরা।
গত সপ্তাহে ৩৩ ঘণ্টা দিল্লি স্তদ্ধ করেছে আম আদমি। সরকারের বিক্ষোভের মুখে পুলিস প্রশাসন। রাজধানীতে বাড়তে থাকা অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আম আদমি পার্টির সমর্থকরা।