Delhi Crime: ভয়ংকর! বন্ধ ঘরে স্ত্রীর সঙ্গে যুবককে দেখে প্রথম তার নখ উপড়ালেন স্বামী, তারপর...
Delhi Crime: অভিযুক্তের প্রতিবেশীদের দাবি, বেশ কয়েকজন মিলে ঋত্তিকের উপরে অকথ্য অত্যাচার করে। পরিবারের একমাত্র রোজগেরে ছিল ঋত্তিক
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রীর সঙ্গে এক ঘরে অপরিচিত যুবককে দেখে ফেললেন দিল্লির শাস্ত্রী পার্কের এক ব্যক্তি। তাতেই আগুন লেগে গেল তার মাথায়। স্ত্রীর প্রেমিক সন্দেহে ওই যুবককে ধরে প্রথমে তার নখ উপড়ালেন। তার পর তাকে পিটিয়ে খুন করে ফেললেন। সোমবার ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায়।
আরও পড়ুন-মোবাইল ইন্টারনেটের গতির দৌড়ে নেই ভারত-চিন-আমেরিকা, শীর্ষ ৫ স্থানে রয়েছে এইসব দেশ...
উত্তরপূর্ব দিল্লির ডেপুটি পুলিস কমিশনার রাকেশ পারিয়ার সংবাদমাধ্যমে বলেন, সোমবার সকাল এগারোটা নাগাদ ওই ব্যক্তি যখন তার স্ত্রীর সঙ্গে ঋত্তিক ভার্মা নামে এক যুবককে দেখে ফেলে তখন ওই যুবক ও স্ত্রীকে সে বেধড়ক মারধর করে।
মৃত ঋত্তিকের কাকা জানিয়েছেন, ঋত্তিকের নখ উপড়ে ফেলা হয়। তারপর তার উপরে নৃশংস অত্যাচার চালানো হয়েছে। ঋত্তিকের শরীরের এমন কোনও জয়গা নেই যেখানে অত্যাচারের চিহ্ন নেই।
অভিযুক্তের প্রতিবেশীদের দাবি, বেশ কয়েকজন মিলে ঋত্তিকের উপরে অকথ্য অত্যাচার করে। পরিবারের একমাত্র রোজগেরে ছিল ঋত্তিক। টেম্পু চালিয়ে সে উপার্জন করত।
বিনা বাধায় মারধর শেষ হওয়ার পর স্থানীয় লোকজন ঋত্তিককে হাসপাতালে ভর্তি করে। রাত নটা নাগাদ হাসপাতালেই তার মৃত্যু হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)