দ্রুত রিপোর্ট দেবে কমিশন, দিল্লি কাণ্ডে আশ্বাস চিদাম্বরমের

দিল্লির চলন্ত বাসে গণধর্ষণ, বিক্ষোভ, পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ। সব ক`টি ঘটনা পরম্পরা নিয়েই বিচারবিভাগীয় কমিশন গঠনের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে রাজধানীতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রেও সুপারিশ দেবে কমিশন। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ঊষা মেহেরার নেতৃত্বে তদন্ত কমিশন কাজ করবে। 

Updated By: Dec 26, 2012, 04:46 PM IST

দিল্লির চলন্ত বাসে গণধর্ষণ, বিক্ষোভ, পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ। সব ক`টি ঘটনা পরম্পরা নিয়েই বিচারবিভাগীয় কমিশন গঠনের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে রাজধানীতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রেও সুপারিশ দেবে কমিশন। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ঊষা মেহেরার নেতৃত্বে তদন্ত কমিশন কাজ করবে। তিন মাসের মধ্যে কমিশন রিপোর্ট পেশ করবে বলে জনিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
এদিন এক সাংবাদিক বৈঠকে চিদাম্বরম ঘোষণা করেন, "এই ঘৃণ্য ঘটনায় জড়িত অপরাধীদের শাস্তির ব্যবস্থা আমরা করব।" তিনি আরও বলেন, শহরে ধর্ষণের মতো বড় অপরাধ আটকাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে। দেশের রাজধানীতে ক্রমাগত বাড়তে থাকা ধর্ষণের ঘটনা প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী জানান, "দিল্লিতে যা হচ্ছে তা লজ্জার।"
রাতের দিল্লিতে চলন্ত বাসে এক ২৩ বছরের তরুণীর নৃশংস ধর্ষণের ১০ দিনের মাথায় সরকারের তরফে কমিশন গঠনের কথা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, দিল্লি আদালতের প্রাক্তন বিচারপতি ঊষা মেহেরা তদন্ত কমিশনের নেতৃত্ব দেবেন। এই বিচারবিভাগীয় কমিশনটি দেশব্যাপী প্রতিবাদের ঝড় তুলতে পারে এমন অপরাধগুলির কারণ খতিয়ে দেখবে। আবার এই ধরণের ঘটনা নিয়ন্ত্রণে পুলিসের ভূমিকা কী হওয়া উচিত, সে বিষয়েও সুপারিশ দেবে কমিশন।

.