তীব্র শীতে অসহায় দিল্লির পথের সংসার

রাজধানীতে তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা উত্তর ভারত। তাপমাত্রার নিম্নমুখী গ্রাফ ৪৪ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। আর এই শীতের দাপটে সবচেয়ে সমস্যায় পড়েছেন রাজধানীর গৃহহীন মানুষ। সরকারের উদ্যোগে অস্থায়ী তাঁবু থাকলেও, তা যথেষ্ট নয়। এই অবস্থায় দিল্লির রাজপথে প্রবল ঠাণ্ডায় বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা।শিব কুমার, রাজু, মোহন, এদের ঠিকানা কেয়ার অফ ফুটপাথ। রাজধানীর ফুটপাথেই লেখা হয় এঁদের রোজনামচা। তবে গত কয়েকদিনে তীব্র শীতের কামড়ে কাবু রাজধানী দিল্লি। শৈত্যপ্রবাহের জেরে গত চুয়াল্লিশ বছরের রেকর্ড ভেঙেছে নিম্নমুখী তাপমাত্রা।  এখন তাই ঠাণ্ডার সঙ্গে পাঞ্জা কষে বেঁচে থাকার লড়াইয়ে সামিল রাজু, মোহনরা। 

Updated By: Jan 5, 2013, 12:46 PM IST

রাজধানীতে তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা উত্তর ভারত। তাপমাত্রার নিম্নমুখী গ্রাফ ৪৪ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। আর এই শীতের দাপটে সবচেয়ে সমস্যায় পড়েছেন রাজধানীর গৃহহীন মানুষ। সরকারের উদ্যোগে অস্থায়ী তাঁবু থাকলেও, তা যথেষ্ট নয়। এই অবস্থায় দিল্লির রাজপথে প্রবল ঠাণ্ডায় বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা।শিব কুমার, রাজু, মোহন, এদের ঠিকানা কেয়ার অফ ফুটপাথ। রাজধানীর ফুটপাথেই লেখা হয় এঁদের রোজনামচা। তবে গত কয়েকদিনে তীব্র শীতের কামড়ে কাবু রাজধানী দিল্লি। শৈত্যপ্রবাহের জেরে গত চুয়াল্লিশ বছরের রেকর্ড ভেঙেছে নিম্নমুখী তাপমাত্রা।  এখন তাই ঠাণ্ডার সঙ্গে পাঞ্জা কষে বেঁচে থাকার লড়াইয়ে সামিল রাজু, মোহনরা। 
ইতিমধ্যেই প্রশাসনকে গৃহহীনদের জন্য রাত্রিকালীন অস্থায়ী আস্তানার সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। পাশাপাশি শৈত্যপ্রবাহ বন্ধ না হওয়া পর্যন্ত শহরের অস্থায়ী বস্তি না ভাঙারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনও যথেষ্ট নয় সরকারের তরফে তৈরি অস্থায়ী তাঁবুর সংখ্যা।  সরকারি আস্তানাগুলোতে পর্যাপ্ত পরিমানে খাদ্যদ্রব্য এবং কম্বল না মেলায় বেড়েছে সমস্যা।

.