দিল্লির মহল্লা ক্লিনিকের ডাক্তার করোনা পজিটিভ, সংস্পর্শে আসা ৯০০ জন কোয়ারান্টিনে

ওই চিকিতসকের শরীরে করোনায় আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা গিয়েছিল।

Updated By: Mar 26, 2020, 02:51 PM IST
দিল্লির মহল্লা ক্লিনিকের ডাক্তার করোনা পজিটিভ, সংস্পর্শে আসা ৯০০ জন কোয়ারান্টিনে

নিজস্ব প্রতিবেদন— দিল্লির ভোটে প্রভাব ফেলেছিল অরবিন্দ কেজরিওয়ালের মহল্লা ক্লিনিক গড়ার উদ্যোগ। প্রায় প্রতিটি মহল্লায় একটি করে ক্লিনিক গড়েছিলেন কেজরি। সাধারণ মানুষকে ভাল স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে। এবার সেই মহল্লা ক্লিনিকের এক ডাক্তার করোনায় পজিটিভ হলেন। সেই ডাক্তারের সংস্পর্শে আসা ৯০০ জনকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। দিল্লির সরকার কমিউনিটি স্প্রেড—এর আশঙ্কা করছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ওই ডাক্তারের স্ত্রী ও মেয়েও করোনায় সংক্রামিত হয়েছেন।

আরও পড়ুন— 'ক্ষুধার্ত থাকবে না দেশবাসী', ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার খাদ্য় সুরক্ষা প্রকল্পের ঘোষণা নির্মলার

ওই চিকিতসকের শরীরে করোনায় আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা গিয়েছিল। পরে পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ হয়। তাঁর থেকে ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। সেই ডাক্তারের সংস্পর্শে আসা ৯০০ জনকে কোয়ারান্টিনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আপাতত রাজধানীতে ৩৬ জন করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার পর সেখানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ওই ক্লিনিকে দেখাতে আসা এক মহিলাও সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে। ৩৮ বছরের ওই মহিলার থেকে তাঁর পরিবারের একাধিক সদস্য সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে। 

.