রেল, সরকারি হাসপাতাল, পেট্রোল পাম্পে পুরনো নোট নেওয়ার সময়সীমা বাড়ল

রেল, সরকারি হাসপাতাল এবং পেট্রোল পাম্প। এই তিনটি জায়গায় পুরনো নোট নেওয়ার সময়সীমা বাড়ল। চব্বিশের নভেম্বর মধ্যরাত পর্যন্ত নেওয়া হবে পুরনো নোট। আগে এই সময়সীমা ছিল চোদ্দই নভেম্বর মধ্যরাত পর্যন্ত। জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থসচিব, শক্তিকান্ত দাস।

Updated By: Nov 14, 2016, 05:08 PM IST
রেল, সরকারি হাসপাতাল, পেট্রোল পাম্পে পুরনো নোট নেওয়ার সময়সীমা বাড়ল

ওয়েব ডেস্ক: রেল, সরকারি হাসপাতাল এবং পেট্রোল পাম্প। এই তিনটি জায়গায় পুরনো নোট নেওয়ার সময়সীমা বাড়ল। চব্বিশের নভেম্বর মধ্যরাত পর্যন্ত নেওয়া হবে পুরনো নোট। আগে এই সময়সীমা ছিল চোদ্দই নভেম্বর মধ্যরাত পর্যন্ত। জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থসচিব, শক্তিকান্ত দাস।

আরও পড়ুন- নোট ইস্যুতে সংসদে বিজেপিকে একযোগে আক্রমণ করতে তৈরি বিরোধীরা

গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে আজ ব্যাঙ্ক ছুটি। তবে কাগজে কলমে ATM খোলা। বহু ATM-এরই ঝাঁপ খোলা। কিন্তু, টাকা সব জায়গায় মিলছে না। কোনও কোনও ATM-এ টাকা নেই বলে বোর্ড ঝোলানো রয়েছে। সারা রাজ্যের পাশাপাশি, বর্ধমানের চিত্রটাও এইরকম। তবে মানুষের ঢল নেমেছে রাস্তায়, প্রত্যেকেরই আশঙ্কা পর্যাপ্ত টাকা জুটবে তো হাতে।

আরও পড়ুন- নোট বাতিল নিয়ে গভীর রাত পর্যন্ত বৈঠক মোদীর

.