সুনামির স্মৃতি উস্কে চেন্নাইয়ে 'ভরদা'র দাপট, 150 কিমি বেগে বইছে ঝড়, লণ্ডভণ্ড আম্মার রাজ্য

'ভরদা'র দাপটে চেন্নাই উপকূলে শুরু হয়ে গেছে ঝড়ের তাণ্ডব। এখনই প্রায় 150 কিমি বেগে  বইছে ঝড় । ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বহু এলাকাই বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেশকিছু বড় গাছও ভেঙে পড়েছে। বেগে ঝড়  উপকূলের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সমুদ্রের গর্জন আছড়ে পড়ছে উপকূলীয় তটে।  জোরদার করা হয়েছে উপকূলের নিরাপত্তা।

Updated By: Dec 12, 2016, 01:47 PM IST
সুনামির স্মৃতি উস্কে চেন্নাইয়ে 'ভরদা'র দাপট, 150 কিমি বেগে  বইছে ঝড়, লণ্ডভণ্ড আম্মার রাজ্য

 সৌরভ পাল, চেন্নাই

'ভরদা'র দাপটে চেন্নাই উপকূলে শুরু হয়ে গেছে ঝড়ের তাণ্ডব। এখনই প্রায় 150 কিমি বেগে  বইছে ঝড় । ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বহু এলাকাই বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেশকিছু বড় গাছও ভেঙে পড়েছে। বেগে ঝড়  উপকূলের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সমুদ্রের গর্জন আছড়ে পড়ছে উপকূলীয় তটে।  জোরদার করা হয়েছে উপকূলের নিরাপত্তা।

আরও পড়ুন- ভারদা তাণ্ডব মোকাবিলায় তত্‍পর দুই রাজ্য ও পুদুচেরির প্রশাসন

ভরদার প্রভাবে ক্ষয়ক্ষতি যথাসম্ভব কম করতে তত্‍পর দুই রাজ্য ও পুদুচেরির প্রশাসন। তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর ও কাঞ্চিপুরম। অন্ধ্রপ্রদেশের নেল্লোর, চিত্তুর, কাডাপা, প্রকাশম এবং অনন্তপুরম। এই জেলাগুলির সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। মানুষকে ঘর থেকে বেরোতে নিষেধ করেছে প্রশাসন। বাড়িতে শুকনো খাবার, পানীয় জল এবং ওষুধ মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ে পড়ে যাওয়া গাছ কাটতে বৈদ্যুতিক করাতের ব্যবস্থা পর্যাপ্ত থাকছে। তৈরি থাকছে বিপর্যয় মোকাবিলা দল। গাড়ির ব্যবস্থা থাকছে।

 

হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে ওষুধ, পানীয় জল ও অক্সিজেনের জোগান পর্যাপ্ত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তিন বাহিনী, উপকূল রক্ষী বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি রাখা হয়েছে। মত্‍স্যজীবীদের বলা হয়েছে বুধবার পর্যন্ত তাঁরা যেন সমুদ্রে না যান। পুদুচেরিতেও দুদিন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

.