সারা দেশে গো-হত্যায় "না"!

সারা দেশে খোলা বাজারে গো-হত্যা নিষিদ্ধ করল কেন্দ্র। সেইসঙ্গে গবাদি পশু বিক্রির উপরও আরোপ করা হল বিধিনিষেধ। যার মধ্যে রয়েছে গরু, ছাগল, মোষ, ভেড়া প্রভৃতি।

Updated By: May 26, 2017, 09:06 PM IST
সারা দেশে গো-হত্যায় "না"!

ওয়েব ডেস্ক : সারা দেশে খোলা বাজারে গো-হত্যা নিষিদ্ধ করল কেন্দ্র। সেইসঙ্গে গবাদি পশু বিক্রির উপরও আরোপ করা হল বিধিনিষেধ। যার মধ্যে রয়েছে গরু, ছাগল, মোষ, ভেড়া প্রভৃতি।

নয়া নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে কোনও 'ইয়ং' ও 'অসুস্থ প্রাণীকে' কোনওভাবেই বিক্রি করা যাবে না। গবাদি পশু কেনাবেচার ক্ষেত্রে উপযুক্ত কারণ উল্লেখ করতে হবে। একমাত্র সেই ব্যক্তিকেই গবাদি পশু বিক্রি করা যাবে, যে নিজেকে 'কৃষিবিজ্ঞানী' বলে প্রমাণ দাখিল করতে পারবেন।

কেন্দ্রীয় সরকারের তরফে পরিবেশ ও বন মন্ত্রক এই বিজ্ঞপ্তি জারি করে। "প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্ট"-এর আওতায় এই ফরমান জারি করা হয়।

আরও পড়ুন, প্রকাশ্য দিবালোকে নৃশংস খুন, সাহায্যের বদলে লেন্সবন্দি করতে ব্যস্ত পথচলতি মানুষ!

.