"গরু শুধুই পশু, কারও মা হতে পারে না": কাটজু
গরুর মাংস খাওয়ার গুজবে উত্তরপ্রদেশে এক বৃদ্ধকে পিটিয়ে মারার ঘটনাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মার্কণ্ডেয় কাটজু৷ বিতর্কিত অবসরপ্রাপ্ত এই বিচারপতি বললেন, গরু শুধুই একটা পশু। গরু কখনও কারও মা হতে পারে না। গরুর মাংস যদি আমি খেতে ভালবাসি, তাহলে আরও ক্ষতি হয় না। গোটা বিশ্বের মানুষ গরুর মাংস খায়। শুধু আমাদের দেশেই এটা নিয়ে বিতর্ক হয়।"
ওয়েব ডেস্ক: গরুর মাংস খাওয়ার গুজবে উত্তরপ্রদেশে এক বৃদ্ধকে পিটিয়ে মারার ঘটনাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মার্কণ্ডেয় কাটজু৷ বিতর্কিত অবসরপ্রাপ্ত এই বিচারপতি বললেন, গরু শুধুই একটা পশু। গরু কখনও কারও মা হতে পারে না। গরুর মাংস যদি আমি খেতে ভালবাসি, তাহলে আরও ক্ষতি হয় না। গোটা বিশ্বের মানুষ গরুর মাংস খায়। শুধু আমাদের দেশেই এটা নিয়ে বিতর্ক হয়।"
সঙ্গে কাটজু বলেন,'' আমি নিজে গরুর মাংস খাই। কই আমার তো কোনও ক্ষতি হয়নি। গরুর মাংস খেলে কেউ খারাপ হয়ে যায় না। আমি ভবিষ্যতেও গরুর মাংস খাব।"
গোমাংস খাওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের দাদরিতে যে ভাবে ওই বৃদ্ধকে পিটিয়ে মারা হয়েছে, সেই ঘটনারও নিন্দা করে তিনি বলেন, সবচেয়ে বড় দুঃখের ঘটনা হল খালি গুজবের জন্যই ওই বৃদ্ধকে পিটিয়ে মারা হয়৷ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত৷