করোনার থাবা ভারতের উত্তর-পূর্বেও, কোভিড-১৯ পজেটিভ মণিপুরের এক তরুণী
জানা গিয়েছে, ওই তরুণী কিছুদিন আগে ফিরেছে ব্রিটেন থেকে। তাঁকে আইসোলেশনে রেখে চিকিত্সা করা হচ্ছে
নিজস্ব প্রতিবেদন: করোনার থাবা থেকে বাদ পড়ল না ভারতের উত্তর-পূর্ব। মণিপুরের এক তরুণীর শরীরের কোভিড-১৯ পজেটিভ মিলেছে বলে জানা যাচ্ছে। এই প্রথম উত্তর-পূর্বের কোনও রাজ্যে করোনা আক্রান্তের খবর মিলল।
জানা গিয়েছে, ওই তরুণী কিছুদিন আগে ফিরেছে ব্রিটেন থেকে। তাঁকে আইসোলেশনে রেখে চিকিত্সা করা হচ্ছে। তাঁর পরিবারের সদস্য়দের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। করোনা পরীক্ষার জন্যে তাঁদের রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ল্য়াবে।
আরও পড়ুন- রাত ৮টায় ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদী, লকডাউনের পর এবার কোন বড় ঘোষণা?
এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্য়া ৪৭৬। মৃত্যু হয়েছে ৯ জনের। ৪৪৩ জনের শরীরে করোনাভাইরাস অত্যন্ত সক্রিয় বলে জানা গিয়েছে। সংক্রমণ রুখতে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে দেশের ৮০টি শহর। রেল,মেট্রো এবং অন্যান্য যানবাহনও নিয়ন্ত্রণ করা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। দেশবাসীকে ঘরে থাকার পরমার্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।