Covid 19 Fourth Wave: চতুর্থ ঢেউয়ের আশঙ্কা, ফের একটি জেলায় ১৪৪ ধারা জারি করল যোগী সরকার

একাধিক নির্দেশিকা জারি প্রশাসনের

Updated By: May 2, 2022, 12:01 AM IST
Covid 19 Fourth Wave: চতুর্থ ঢেউয়ের আশঙ্কা, ফের একটি জেলায় ১৪৪ ধারা জারি করল যোগী সরকার

নিজস্ব প্রতিবেদন: স্বস্তি নেই। দেশে ফের ঊর্ধবমুখী করোনাগ্রাফ। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের একটি জেলায় ফের ১৪৪ ধারা জারি করল যোগী সরকার। বাধ্যতামূলক করা হয়েছে করোনাবিধি।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে (Uttar Pradesh’s Gautam Budh Nagar) নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পয়লা মে থেকে ৩১ মে পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে প্রশাসন। 

সরকারের তরফে বলা হয়েছে, এই সময়কালের মধ্যে কেউ কোনও ধরনের বিক্ষোভ প্রদর্শন করতে পারবে না। জমায়েত করা যাবে না। মাস্ক পরা বাধ্যতামূলক। স্যানিটাইজার ব্যবহার করতেই হবে। প্রকাশ্য়ে যেকোনও ধর্মীয় অনুষ্ঠান নিষিদ্ধ। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.