হেডলির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করল আদালত

২৬/১১ মুম্বই সন্ত্রাস-সহ ভারতে একাধিক জঙ্গি হামলায় জড়িত ডেভিড কোলম্যান হেডলির বিরুদ্ধে এনআইএ (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি)-র চার্জশিট গ্রহণ করল দিল্লি আদালত। শনিবার হেডলি ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট গ্রহণ করেছে আদালত।

Updated By: Feb 18, 2012, 05:11 PM IST

২৬/১১ মুম্বই সন্ত্রাস-সহ ভারতে একাধিক জঙ্গি হামলায় জড়িত ডেভিড কোলম্যান হেডলির বিরুদ্ধে এনআইএ (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি)-র চার্জশিট গ্রহণ করল দিল্লি আদালত। শনিবার হেডলি ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট গ্রহণ করেছে আদালত।
হেডলির বিরুদ্ধে চার্জশিট নিয়ে এর আগে ৪ ফেব্রুয়ারি রায়দান স্থগিত রাখেন এনআইএ-র বিশেষ বিচারপতি এইচএস শর্মা। হেডলির বিরুদ্ধে এনআইএ-র অভিযোগ, লস্কর-ই-তৈবার নেতা হাফিজ সৈয়দ, তাহিউর রানা ও আরও ৬ জনের সঙ্গে মিলে মুম্বই সন্ত্রাস-সহ ভারতে বেশ কয়েকটি জঙ্গিহানার পরিকল্পনায় জড়িত পাক-মার্কিন নাগরিক হেডলি।
এর আগে এনআইএ আদালতকে জানায়, ২৬/১১-র মুম্বই সন্ত্রাসের পর হেডলিকে অভিনন্দন জানিয়ে ই-মেল করেছিল তাঁর স্ত্রী। এমনকী সন্ত্রাসের আগে হেডলি একাধিকবার ভারতের বিভিন্ন জায়গায় গিয়েছিল এবং পাক সেনা আধিকারিক মেজর ইকবালের সঙ্গে দেখা করেছিল বলেও জানিয়েছে এনআইএ।

.