ভারতে করোনা 'বিপর্যয়', মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের

ভারতে করোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে ৮৩-তে দাঁড়িয়েছে

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Mar 14, 2020, 04:12 PM IST
ভারতে করোনা 'বিপর্যয়', মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : ভারতে করোনা 'বিপর্যয়'! করোনাকে 'নোটিফায়েড ডিজাস্টার' বলে ঘোষণা করল কেন্দ্র। একইসঙ্গে করোনায় মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।

একনজরে দেখে নিন সম্পূর্ণ বিজ্ঞপ্তি -

ভারতে করোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে ৮৩-তে দাঁড়িয়েছে। শনিবার সকালে নতুন করে মহারাষ্ট্রের দুজনের দেহে মারণ ভাইরাসের অস্তিত্ব মেলে। লখনৌতেও একজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। ভাইরাস দেশের সামগ্রিক পরিস্থিতি বিচারে আজ সন্ধ্যা ৬টায় বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতে আক্রান্তদের মধ্যে ৬৬ জন ভারতীয় নাগরিক, ১৭ জন বিদেশি (১৬ জন ইটালীয়, ১ জন কানাডিয়ান)।

আরও পড়ুন, করোনায় 'মৃত্যুপুরী' ইটালি থেকে ভারতীয়দের ফেরাতে মিলান যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান

দিল্লি ও হরিয়ানায় করোনাকে মহামারী ঘোষণা করেছে ওই ২ রাজ্যের সরকার। পাশাপাশি, মহারাষ্ট্র ও কর্নাটকেও সমস্ত স্কুল, সুইমিংপুল, জিম, প্রেক্ষাগৃহ, পার্ক বন্ধ রাখার জন্য শুক্রবার নির্দেশিকা জারি করেছে সরকার। একই পরিস্থিতি রাজস্থানেও।

.