করোনায় 'মৃত্যুপুরী' ইটালি থেকে ভারতীয়দের ফেরাতে মিলান যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দুদিন আগেই ঘোষণা করেন, তাঁদের সুরক্ষা দিতে বদ্ধপরিকর কেন্দ্র।

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Mar 14, 2020, 03:06 PM IST
করোনায় 'মৃত্যুপুরী' ইটালি থেকে ভারতীয়দের ফেরাতে মিলান যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান

নিজস্ব প্রতিবেদন : করোনার করাল গ্রাসে ইটালি। চিনের পর ইটালিতেই সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। এখনও পর্যন্ত ইটালিতে কমপক্ষে ১৭ হাজার ৬৬০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৬৬ জন। এই পরিস্থিতিতে ইটালিতে থাকা প্রবাসী ভারতীয়দের দেশে ফেরাতে শনিবারই মিলান উড়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার একটি বিদেশ বিমান। বিদেশমন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে।

ইটালির পর ভয়ঙ্কর পরিস্থিতি ইরানেও। আক্রান্তের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ইরান। সেখানে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১৪ জনের। এহেন পরিস্থিতিতে সেদেশে রয়েছেন ৬ হাজার ভারতীয়। রুটি-রুজি টানে অধিকাংশ মানুষ দীর্ঘমেয়াদি ভিসায় সেখানে রয়েছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দুদিন আগেই ঘোষণা করেন, তাঁদের সুরক্ষা দিতে বদ্ধপরিকর কেন্দ্র।

এরপরই বিদেশমন্ত্রক সূত্রে সামনে আসে ইটালিতে বসবাসকারী ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য এয়ার ইন্ডিয়ার বিমানের মিলান যাওয়ার কথা। করোনাভাইরাসকে বিশ্ব মহামারী হিসাবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, চিনের পর ইউরোপই এখন করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে। ইটালি, ইরান, স্পেন- একের পর এক ইউরোপের দেশে বেড়েই চলেছে করোনার তাণ্ডব। করোনার কোপে গোটা ইউরোপ-ই কার্যত ঘরবন্দি চেহারা নিয়েছে।

এদিকে ভারতেও করোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে ৮৩-তে দাঁড়িয়েছে। শনিবার সকালে নতুন করে মহারাষ্ট্রের দুজনের দেহে মারণ ভাইরাসের অস্তিত্ব মেলে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিচারে আজ সন্ধ্যা ৬টায় বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতে আক্রান্তদের মধ্যে ৬৬ জন ভারতীয় নাগরিক, ১৭ জন বিদেশি (১৬ জন ইটালীয়, ১ জন কানাডিয়ান)।

আরও পড়ুন, করোনা রুখতে সিল করা হল বাংলাদেশ সীমান্ত, স্থগিত মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেসের যাত্রা

দিল্লি ও হরিয়ানায় করোনাকে মহামারী ঘোষণা করেছে ওই ২ রাজ্যের সরকার। পাশাপাশি, মহারাষ্ট্র ও কর্নাটকেও সমস্ত স্কুল, সুইমিংপুল, জিম, প্রেক্ষাগৃহ, পার্ক বন্ধ রাখার জন্য শুক্রবার নির্দেশিকা জারি করেছে সরকার। একই পরিস্থিতি রাজস্থানেও।

.