করোনা থেকে বাঁচতে সোনার মাস্ক! পুনের শঙ্করের কাণ্ড দেখে তাজ্জব এলাকার মানুষজন

শঙ্কর জানিয়েছেন, আমার বাড়ির সবার সোনার প্রতি খুব টান। ওরা চাইলে ওদের জন্যেও সোনার মাস্ক বানিয়ে দেব

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Jul 4, 2020, 03:11 PM IST
করোনা থেকে বাঁচতে সোনার মাস্ক! পুনের শঙ্করের কাণ্ড দেখে তাজ্জব এলাকার মানুষজন
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: করোনার প্রবল দাপটের মধ্যে মহারাষ্ট্রে মাস্ক পরে ঘুরছে সবাই। বিভিন্ন দামের, বিভিন্ন মেটিয়ালের। পিছিয়ে থাকবেন কেন শঙ্কর কারাডে! তিনি বানিয়ে নিলেন সোনার মাস্ক। দাম শুনলে চোখ কপালে উঠে। শঙ্করের ওই মাস্কের দাম ২.৮৯ লাখ টাকা। মহারাষ্ট্রের পুনে জেলার পিম্প্রি ছিন্দওয়াড়ার শঙ্করের কাণ্ড দেখে হতবাক এলাকার মানুষজন।

আরও পড়ুন-আগামী ২ দিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝাঁপিয়ে বৃষ্টি? জেনে নিন

সংবাদসংস্থাকে শঙ্কর জানিয়েছেন, সোনার এই মাস্ক খুবই পাতলা। এর ওপরে খুব সূক্ষ ছিদ্র করা রয়েছে। শ্বাস নিয়ে কোনও অনুবিধে হবে না। তবে বুঝতে পারছি না করোন আটকাতে এই মাস্ক কোনও কাজ দেবে কিনা।

কীভাবে শঙ্করের মাথায় চাপল এমন ভূত!

ছোটবেলা থেকেই সোনার গহনার ওপরে সাংঘাতিক আকর্ষণ শঙ্করের। হাতের দশ আঙুলে আংটি, কব্জিজে সোনার চেন, গলায় সোনার মোটা চেন। তা বলে সোনার মাস্ক! শঙ্কর জানিয়েছেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো দেখেছিলাম, রুপোর মাস্ক পরে ঘুরছে একটা লোক। সেখানে থেকেই সোনার মাস্কের কথা মাথায় আসে। এরপরই আমি সোনার কারিগরের সঙ্গে কথা বলি। এক সপ্তাহের মধ্যে সে আমাকে এটা বানিয়ে দিয়েছে।

আরও পড়ুন-বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা, জেনে নিন শেষ তারিখ  

শঙ্কর আরও জানিয়েছেন, আমার বাড়ির সবার সোনার প্রতি খুব টান। ওরা চাইলে ওদের জন্যেও সোনার মাস্ক বানিয়ে দেব। 

.