মুম্বইয়ে ৯৫ পুলিসকর্মী করোনা পজিটিভ, আতঙ্ক বাড়ছে উদ্ধব প্রশাসনের

ইতিমধ্যেই মুম্বইয়ে ২ পুলিস কর্মীর মৃত্যু হয়েছেন

Updated By: Apr 26, 2020, 06:43 PM IST
মুম্বইয়ে ৯৫ পুলিসকর্মী করোনা পজিটিভ, আতঙ্ক বাড়ছে উদ্ধব প্রশাসনের

নিজস্ব প্রতিবেদন: করোনায় সংক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে ইতিমধ্যেই ৭৬২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এবার পুলিসের মধ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল সেই সংক্রমণ। ইতিমধ্যেই মুম্বইয়ে ২ পুলিস কর্মীর মৃত্যু হয়েছেন। করোনা পজিটিভ হয়েছেন ৯৫ পুলিস কর্মী।

আরও পড়ুন-৩০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

মৃত দুই পুলিস কর্মীর মধ্যে রয়েছেন হেড কনস্টেবল সন্দীপ সুরে(৫২) ও চন্দ্রকান্ত পেন্ডুরকর। পেন্ডুরকর কর্মরত ছিলেন ভাকোলা থানায়। গত ২২ এপ্রিল তিনি বলেন শরীর খারাপ করছে। সঙ্গে সঙ্গেই তাঁকে তাঁর বাড়ির কাছের নায়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। শেষপর্যন্ত তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন-রাজ্যে এবার মৃত্যু করোনা আক্রান্ত এক স্বাস্থ্যকর্তার, কারণ খতিয়ে দেখছে স্বাস্থ্যদফতর

এদিকে, পুলিস কর্মীরা আক্রান্ত হওয়ায় বিপাকে পড়েছে প্রশাসন। খুঁজে দেখা হচ্ছে তাঁরা কাদের সঙ্গে মিশেছিলেন। ইতিমধ্যেই অনেককে চিহ্নিত করা গিয়েছে। অনেক নিজে এসে পরীক্ষা করাচ্ছেন। মুম্বইের বিভিন্ন হাসপাতালে ৪০ জন পুলিসকর্মী ভর্তি রয়েছেন। আরও ৫০ জন করোনায় আক্রান্ত। ফলে চিন্তা বেড়েছে উদ্ধব ঠাকরে প্রশাসনের।

.