অবশেষে মুক্তি, ৩৬ Tablighi Jamaat সদস্যকে করোনা বিধিভঙ্গের অভিযোগ থেকে রেহাই দিল্লির আদালতের

ওইসব বিদেশিদের বিরুদ্ধে করোনা বিধিনিষেধ ভাঙার অভিযোগ আনে দিল্লি পুলিস (Delhi Police)

Updated By: Dec 15, 2020, 09:02 PM IST
অবশেষে মুক্তি, ৩৬ Tablighi Jamaat সদস্যকে করোনা বিধিভঙ্গের অভিযোগ থেকে রেহাই দিল্লির আদালতের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনা গাইডলাইন অমান্য করে তবলিঘি জামাতের সম্মেলনে অংশ নেওয়ার অভিযোগ থেকে অবশেষে মুক্তি।

দিল্লিতে তবলিঘি জামাতে(Tablighi Jamaat) যোগ দেওয়া ৩৬ বিদেশি সদস্যকে মঙ্গলবার সেই অভিযোগ থেকে মুক্তি দিল দিল্লির(Delhi) একটি আদালত। ওইসব বিদেশি মোট ১৪ দেশের নাগরিক। এদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনেও অভিযোগ আনা হয়েছিল।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী কোচবিহারে আসার ঠিক আগে উদয়ন গুহ-র ফেসবুক পোস্ট ঘিরে বিভ্রান্তি

উল্লেখ্য, গত মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিনের(Nizamuddin Markaz) একটি মসজিদে একটি সম্মেলনে জড়ো হন ওই ৩৬ জন-সহ বহু বিদেশি নাগরিক। এদের মধ্যে বেশ কয়েকজনের করোনা ধরা পড়ে। তার পরে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে ওই মার্কাজ থেকেই দেশের বিভিন্ন অংশে ছড়িয়েছে করোনা। এমনকি নিজামুদ্দিনের মার্কাজকে হটস্পট(Covid Hotspot) বলেও বর্ণনা করা হয় কোনও কোনও মহল থেকে। এনিয়ে তোলপাড় হয় দেশ। চার্জশিট দেওয়া হয় ৯৫৫ জনের বিরুদ্ধে।

আরও পড়ুন-প্রয়াত 'বাউল ফকির কথা' (baul fakir katha)র লেখক সুধীর চক্রবর্তী (sudhir chakroborty) 

ওইসব বিদেশিদের বিরুদ্ধে করোনা বিধিনিষেধ ভাঙার অভিযোগ আনে দিল্লি পুলিস (Delhi Police)। তাঁদের বিরুদ্ধে ১৮৮ ধারায় ও ২৬৯ ধারায়(সংক্রমণ ছড়ানোর) অভিযোগ আনা হয়। মঙ্গলবার দিল্লির চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট অরুণ কুমার গর্গ ওই ৩৬ বিদেশিকে তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ থেকে মুক্তি দেন। কারণ এদের  বিরুদ্ধে কোনও প্রমাণ খাড়া করতে পারেনি পুলিস।

.