করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪২১; গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ৩৫৪ জনের, জানিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক

গত ১ দিনে মৃত্যু ৮ জনের

Updated By: Apr 7, 2020, 05:44 PM IST
করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪২১; গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ৩৫৪ জনের, জানিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক

নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় লকডাউন, সোশ্যাল ডিসট্যানন্সিং-সহ একাধিক কড়া পদক্ষেপ নেওয়া সত্বেও দ্রুত বাড়ছে সংক্রমণ। ফলে কোনও কোনও রাজ্য লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে। এনিয়ে বিচার বিবেচনা করে দেখছে কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুয়ায়ী গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে ৩৫৪ জন। মঙ্লবার সবেমিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৪২১। মৃতের সংখ্যা ১১৭। সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।

স্বাস্থ্য মন্ত্রকের সচিব জানালেন-

# দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪২১।

# গত ২৪ ঘণ্টায় সংক্রমণ আরও ৩৫৪ জনের।

# মৃত্যু হয়েছে ১১৭ জনের।

 

# গত ১ দিনে মৃত্যু ৮ জনের।

# ৩২৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

# করোন মোকাবিলায় প্রতি রাজ্য ও জেলাকে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়েছে। এর ফলও পাওয়া গিয়েছে।

# প্রযুক্তি ব্যবহার করে কোয়ারেন্টাইন ম্যানেজমেন্ট, রোগীদের ওপরে নজর রাখা, সন্দেহভাজনের লক্ষ্য রাখা হচ্ছে। পুণে, ভিলওয়ারা, টুঙ্কুরে এর ফল পাওয়া গিয়েছে।

# প্রয়ুক্তি ব্যবহার করে চিকিত্সকদের ট্রেনিং, অ্যাম্বুল্য়ান্সের ওপরে নজর রাখা হচ্ছে।

# কোভিড সন্দেহভাজনদের চিকিত্সার জন্য তিন পৃথক ব্যবস্থা করা হয়েছে। প্রথমটি হল কোভিড কেয়ার সেন্টার। যারা কম সন্দেহজনক তাদের রাখা ব্যবস্থা করা হচ্ছে হোটেল, হস্টেলের মতো জায়গায়।

# দ্বিতীয় যে ব্যবস্থা করা হচ্ছে সেটি হল ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার। যারা মাঝারি মাপের সংক্রণমিত তাদের সেখানে রাখা হবে।

# তৃতীয় স্তরের ব্যবস্থা হল ডেডিকেটেড কোভিড কেয়ার হাসপাতাল।

#  ২৫০০ কোচে ৪০,০০০ আইসোলেশন বেডের ব্যবস্থা করেছে রেল।

# রোজ ৩৭৫ কাচকে আইসোলেশনে রূপান্তিত করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পি এস শ্রীবাস্তাব বলেন-

# লোকজন যাতায়াত নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে।

# সামনের সপ্তাহে কয়েকটি উত্সব রয়েছে। ওই সময়ে  লকডাউন মেনে চলতে অনুরাধ করা হয়েছে।

# মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

# ট্রাকে ওযুধের সরবারহ প্রায় স্বাভাবিক হয়ে এসছে।

# লাইফলাইন উড়ান ৬ এপ্রিল পর্যন্ত প্রায় ২০০ টন চিকিত্সা সামগ্রী রাজ্যে পাঠানা হয়েছে।

.