স্বস্তি দিচ্ছে দেশের করোনা চিত্র, কমছে দৈনিক সংক্রমণ, বাড়ছে সুস্থতার হারও
মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ লক্ষ ৬১হাজার ৩১২তে।
Updated By: Oct 23, 2020, 03:33 PM IST
নিজস্ব প্রতিবেদন: দেশে কমছে দৈনিক সংক্রমণ, বাড়ছে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা। চুম্বকে এটাই দেশের করোনা চিত্র। পর পর চারদিন ৬০ হাজারের নিচে সংক্রমণ। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন বলছে, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড পটিজিভ হয়েছেন ৫৪ হাজার মানুষ। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ লক্ষ ৬১হাজার ৩১২তে।
আরও পড়ুন: বিহারে আজ হেভিওয়েট প্রচার, প্রচারের চূড়ান্ত লগ্নে ময়দানে খোদ নরেন্দ্র মোদী
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩,৯৭৯ জন। মোটের হিসেবে সংখ্যাটা ৬৯ লক্ষ ৪৮ হাজার ৪৯৭ জন। কমেছে মৃতের সংখ্যাও। করোনার বলি ৬৯০ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৮৯.৫৩%। অ্যাক্টিভ রোগীর সংখ্যা নেমেছে ৭ লাখের নীচে।
Tags:
CoronavirusCOVID-19COVIDnovel coronavirusCoronaaffectedDeathsinfectedrecoveredCorona StatisticsCorona NumbersCurrent state of CoronaCovid HospitalKolkata Medical Collegecorona patient deathGovernment hospitalDoctorচিকিৎসার গাফিলতিতে মৃত্যুকোভিড হাসপাতালকলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালকরোনাভাইরাসকোভিডকোভিড নাইন্টিননভেল করোনাভাইরাসকরোনাআক্রান্তসুস্থসাবধানতাচিকিত্সাআপডেটসংখ্যাগ্রাফপরিসংখ্যান