শীর্ষ নেতারা লড়তে রাজি না হওয়ায় তালিকা চূড়ান্ত করতে সমস্যায় কংগ্রেস

সব দল যখন প্রচারে ব্যস্ত তখন কংগ্রেস ব্যস্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করতে। শেষমুহুর্তে প্রদেশের বেশকয়েকজন শীর্ষ নেতা ভোটে লড়তে রাজি না হওয়ায় তালিকা তৈরি করতে সমস্যায় পড়তে হচ্ছে এআইসিসিকে। তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কংগ্রেস গুরুত্ব দিচ্ছে একেবারে নীচু স্তরের কংগ্রেস কর্মীদের।

Updated By: Mar 12, 2014, 11:26 PM IST

সব দল যখন প্রচারে ব্যস্ত তখন কংগ্রেস ব্যস্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করতে। শেষমুহুর্তে প্রদেশের বেশকয়েকজন শীর্ষ নেতা ভোটে লড়তে রাজি না হওয়ায় তালিকা তৈরি করতে সমস্যায় পড়তে হচ্ছে এআইসিসিকে। তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কংগ্রেস গুরুত্ব দিচ্ছে একেবারে নীচু স্তরের কংগ্রেস কর্মীদের।

প্রথম দফায় সতেরজনের নাম ঘোষণা করেছিল কংগ্রেস। সেসময়ও ঠিক ছিল আসানসোল থেকে ভোটে লড়বেন প্রদীপ ভট্টাচার্য, ঘাটাল থেকে লড়বেন মানস ভুইঞাঁ। দমদম থেকে অরুণাভ ঘোষ। কিন্তু একেবারে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনজনেই সরে দাঁড়িয়েছেন ল়ড়াই থেকে। ফলে আবার খোঁজ পড়ে নতুন প্রার্থীদের। শেষপর্যন্ত বেশকয়েকজনের নাম চূড়ান্ত হওয়ার পথে।

কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীরা হলেন যাদবপুরে সমীর আইচ, মথুরাপুর মনোরঞ্জন হালদার, দক্ষিণ কলকাতায় মালা রায়, হাওড়ায় সনাতন মুখার্জি।শ্রীরামপুর আব্দুল মান্নান। তমলুকে আনোয়ার আলি। কাঁথিতে কুনাল ব্যানার্জি। ঘাটালে জগন্নাথ গোস্বামী। ঝাড়গ্রামে অনিতা হাঁসদা। মেদিনীপুরে বিমল রাজ। বাঁকুড়ায় এম গুপ্তা। বর্ধমান পূর্বে চন্দনা মাঝি। যত দ্রুত সম্ভব প্রার্থী তালিকা ঘোষণার চেষ্টা চালাচ্ছেন এআইসিসি।

Tags:
.