ভোটে দাঁড়ানোর টিকিট না পাওয়ায় আত্মহত্যা কংগ্রেস নেতার

বিধানসভা ভোটের টিকিট না পেয়ে আত্মঘাতী হলেন এক কংগ্রেস নেতা। আর সেইসঙ্গে প্রকাশ্যে চলে এল মধ্যপ্রদেশ কংগ্রেসের দলীয় কোন্দলের চেহারাটা। টিকিট বিলিতে স্বজনপোষণের অভিযোগে আজ দফায় দফায় বিক্ষোভ দেখালেন মধ্যপ্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকরা। টিকিট বিলি নিয়ে কর্মীদের অসন্তোষে জেরবার রাজস্থান বিজেপিও।

Updated By: Nov 7, 2013, 08:26 PM IST

বিধানসভা ভোটের টিকিট না পেয়ে আত্মঘাতী হলেন এক কংগ্রেস নেতা। আর সেইসঙ্গে প্রকাশ্যে চলে এল মধ্যপ্রদেশ কংগ্রেসের দলীয় কোন্দলের চেহারাটা। টিকিট বিলিতে স্বজনপোষণের অভিযোগে আজ দফায় দফায় বিক্ষোভ দেখালেন মধ্যপ্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকরা। টিকিট বিলি নিয়ে কর্মীদের অসন্তোষে জেরবার রাজস্থান বিজেপিও।
আত্মহত্যার ঘটনার পর তোলপাড় পড়ে যায় কংগ্রেসের অন্দরে। নরসিংহ মালব্য (৪০) নামের ওই কংগ্রেস নেতা এর আগে কখনও রাজ্যস্তরের ভোটে কখনও প্রতিদ্বন্দ্বিতা করেননি। নরসিংহের বদলে মধু গেহলটকে ওই এলাকা থেকে ভোটে লড়ার সুযোগ দেয় কংগ্রেস। এর ফলে মানসিক ভাবে ভেঙে পড়েন টিকিট প্রত্যাশী নরসিংহ। কয়েক দিনধরে অবসাদে ভুগছিলেন তিনি। অবশেষ আজ সকালে অগার বিধানসভা ভোটে নিজের বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যা করেন ওই কংগ্রেস নেতা।

.