৩১ মার্চ উত্তরাখণ্ডে আস্থাভোট

উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন নিয়ে হাইকোর্টে জোর ধাক্কা খেল কেন্দ্র। সাময়িক স্বস্তি মিলল কংগ্রেসের। রাষ্ট্রপতি শাসন আপাতত স্থগিত রেখে আগামী ৩১ মার্চ বিধানসভায় আস্থা ভোট নেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত।  

Updated By: Mar 29, 2016, 04:56 PM IST
৩১ মার্চ উত্তরাখণ্ডে আস্থাভোট

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন নিয়ে হাইকোর্টে জোর ধাক্কা খেল কেন্দ্র। সাময়িক স্বস্তি মিলল কংগ্রেসের। রাষ্ট্রপতি শাসন আপাতত স্থগিত রেখে আগামী ৩১ মার্চ বিধানসভায় আস্থা ভোট নেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত।  

গত কয়েক সপ্তাহ ধরে চলা রাজনৈতিক টানাপোড়েনের মাঝে আপাতত কিছুটা স্বস্তি পেলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। আদালত আরও জানিয়েছে, কংগ্রেসের ৯ জন বিদ্রোহী বিধায়কও আস্থা ভোটে সামিল হতে পারবেন। দলে বিদ্রোহের জেরে গত কয়েক সপ্তাহ ধরে টালমাটাল উত্তরাখণ্ড কংগ্রেস।  গত শনিবার কংগ্রেসের নয় বিদ্রোহী বিধায়ক হরিশ রাওয়াতকে নিয়ে স্টিং ভিডিও প্রকাশের পর পরিস্থিতি আরও জটিল হয়। ৯ জন বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজ করে দেন স্পিকার।  তড়িঘড়ি উত্তরাখণ্ড রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্র। টালমাটাল এই পরিস্থিতিতে হাইকোর্টে নির্দেশ কিছুটা অক্সিজেন জোগাল কংগ্রেসকে।

.