ধর্ম নিরপেক্ষ ভাবনায় সরকার চালাবে শিবসেনা জোট, প্রকাশ হল অভিন্ন নূন্যতম কর্মসূচি

স্থানীয় যুবকদের জন্য ৮০ শতাংশ কর্মসংস্থানে সংরক্ষণ- বেকারত্ব দূর করতে পদক্ষেপ করা হবে। তবে, স্থানীয় যুবকদের সরকারি চাকরি ক্ষেত্রে সংরক্ষণের জন্য আইন আনা হবে।

Updated By: Nov 28, 2019, 06:46 PM IST
ধর্ম নিরপেক্ষ ভাবনায় সরকার চালাবে শিবসেনা জোট, প্রকাশ হল অভিন্ন নূন্যতম কর্মসূচি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের ত্রিদলীয় সরকারের অভিন্ন ন্যূনতম কর্মসূচি প্রকাশ হল। কংগ্রেস, শিবসেনা এবং এনসিপি দফায় দফায় বৈঠক করে ওই কর্মসূচি তৈরি করে। সেখানে পর্যটন শিল্প, প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা, গরিবদের জন্য খাবার এইসব কর্মসূচির উপর বেশি জোর দেওয়া হয়েছে।

সামাজিক ন্যায়বিচার- সমাজে বৈষম্য দূর করতে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য এবং বেকারত্ব বিষয়ে সরকার বেশি কাজ করবে বলে দাবি করা হয়েছে।

শিল্পের জন্য নয়ানীতি- তথ্য-প্রযুক্তিতে বিনিয়োগ টানতে মনোযোগ দেবে সরকার।

এক টাকার ক্লিনিক- ব্লকস্তরে এক টাকার ক্লিনিক পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে ওই কর্মসূচিতে জানানো হয়েছে।

সড়ক ও পুনর্বাসনের উপরও জোর দিতে চলেছে মহারাষ্ট্র সরকার।

শিক্ষার জন্য ঋণ আরও সহজ করতে পদক্ষেপ করা হবে।

নারী নিরাপত্তা ও স্বাস্থ্যের উপর অগ্রাধিকার দেবে সরকার।

স্থানীয় যুবকদের জন্য ৮০ শতাংশ কর্মসংস্থানে সংরক্ষণ- বেকারত্ব দূর করতে পদক্ষেপ করা হবে। তবে, স্থানীয় যুবকদের সরকারি চাকরি ক্ষেত্রে সংরক্ষণের জন্য আইন আনা হবে।

আরও পড়ুন- সারাক্ষণ ঝগড়া! লং ড্রাইভে নিয়ে যাওয়ার নাম করে স্ত্রীকে খুন করল স্বামী

কৃষকদের জন্য দ্রুত ঋণ মুকুব করবে এই সরকার। চাষে ক্ষতিপূরণ সম্পূর্ণভাবে নিশ্চিত করতে কৃষি বিমার নিয়ম পুনর্বিবেচনা করবে সরকার।

ধর্মনিরপেক্ষ ভাবনা- শিবসেনার সঙ্গে হাত মেলানোয় কংগ্রেস শিবিরে এই প্রশ্নটা বারবার উঠেছে। ধর্ম নিরপেক্ষ ভাবনা নিয়ে সরকার চালানোয় সহমত প্রকাশ করে শিবসেনা।

.