‘শীঘ্রই আসছি’, এবার বাংলায় পোস্টার প্রকাশ করল আইএস
গত রবিবারই শ্রীলঙ্কায় ধারাবহিক বিস্ফোরণ ঘটিয়েছে আইএস মদতপুষ্ট জঙ্গিরা। ফলে এরকম একটি পোস্টারকে গুরুত্ব দিয়েই দেখছেন গোয়েন্দারা।
নিজস্ব প্রতিবেদন: আইএস এর টার্গেট কি এবার পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ? তেমনই একটি আশঙ্কা দানা বাঁধছে এবার।
আরও পড়ুন-অন্ধ্র-তামিলনাড়ু-পুদুচেরিতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, সতর্কতা আবহাওয়া দফতরের
কেন এমন আশঙ্কা? বৃহস্পতিবার আইএস মদতপুষ্ট একটি টেলিগ্রাম চ্যনেলে আইএস এর একটি পোস্টার প্রকাশ করা হয়েছে বাংলায়। সেখানে লেখা ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ’। ওই পোস্টারের সঙ্গে একটি লোগো দেওয়া হয়েছে। এটি মারসালাত নামে আইএস-এর শাখা সংগঠনের। এমনই একটি খবর প্রকাশিত হয়েছে একটি সর্বভারতীয় দৈনিকে।
গত রবিবারই শ্রীলঙ্কায় ধারাবহিক বিস্ফোরণ ঘটিয়েছে আইএস মদতপুষ্ট জঙ্গিরা। ওই বিস্ফোরণে এখনও পর্যন্ত ২৫৯ জনের মৃত্যু হয়েছে। ফলে এরকম একটি পোস্টারকে গুরুত্ব দিয়েই দেখছেন গোয়েন্দারা।
আরও পড়ুন-ডায়মন্ড হারবারে ফের ‘আক্রান্ত’ ফুয়াদ হালিম, আশ্রয় স্থানীয় একটি বাড়িতে
গত কয়েক বছরের মধ্যে বাংলাদেশ ও ভারতে আইএস এর প্রভাব লক্ষ্যনীয়। সেক্ষেত্রে আইএসের পক্ষে কাজ করছে জেএমবি। ২০১৪ সালে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করা হয় খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত মহম্মদ নাসিরুদ্দিন নামে বীরভূমের এক যুবককে। সে বেশ কিছুদিন ধরে তামিলনাড়ুর ত্রিপুর জেলায় লুকিয়ে ছিল। তার সঙ্গে যোগাযোগ ছিল জেএমবি জঙ্গি আমজাদ সেখের সঙ্গে যোগাযোগ ছিল। জেএমবির সঙ্গে আইএস এর যোগাযোগের অভিযোগ বহু দিনের।