বদলে ফেলা উচিত বলিউডের নাম, দাবি কৈলাশ বিজয়বর্গীয়র
তাঁর দাবি নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরকেও চিঠি লিখবেন বলে জানিয়েছেন বিজয়বর্গীয়
নিজস্ব প্রতিনিধি: বদলে ফেলা উচিত বলিউড-এর নাম। এমনটাই মনে করেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। শুধু তাই নয় তিনি তাঁর দাবি নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরকেও চিঠি লিখবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন-ফের বিজেপি কর্মী 'খুনে'র খবরে ফোন করলেন উদ্বিগ্ন অমিত শাহ
কেন দেশের হিন্দি ফিল্ম ইনডাস্ট্রিজের নাম বদল করতে চাইছেন কৈলাশ? কারণ তিনি মনে করেন বলিউড হল হলিউডের নকল। তাই এক্ষুনি এই নাম বদল করা উচিত। পাশাপাশি দেশের হিন্দি ফিল্ম ইনডাস্ট্রিজের নতুন কোনও নামও রাখা উচিত।
সংবাদ মাধ্যমে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, ‘কিছুদিন আগে বিজেপির দফতরে এসেছিলেন সুভাষ ঘাই। তিনি বলছিলেন, হিন্দি ফিল্ম ইনডাস্ট্রিজ বলিউড নামটি পেয়েছে বিবিসির কাছ থেকে। কারণ বিবিসি বলিউড শব্দটি ব্যবহার করেছিল কারণ তারা মনে করতো হিন্দি সিনেমা হলিউড থেকে নকল করা হয়। অর্থাৎ বলিউড এমন একটা শব্দ যা আমাদের বিদ্রুপই করে। এ জিনিস বন্ধ করা উচিত।’
আরও পড়ুন-ইউনিয়ন রুমের মধ্যেই 'নগ্ন' করে মার, ভাইরাল করা হল ভিডিও
বিজেপি নেতা আরও বলেন, ‘আমাদের দেশে সত্যজিৎ রায়, দাদাসাহেব ফালকের মতো পরিচালক ছিলেন। এরপরও কীভাবে বলা হয় যে আমরা হলিউডের ছবি নকল করি। বলিউডের থেকে বরং আমাদের বলা উচিত হিন্দি ফিল্ম ইনডাস্ট্রিজ, বাংলা ফিল্ম ইনজাস্ট্রিস, তামিল ফিল্ম ইনডাস্ট্রিজ। এনিয়ে সংবাদ মাধ্যমেরও এগিয়ে আসা উচিত।’