কয়লা কেলেঙ্কারিতে প্রকাশ্যে এল নতুন মুখ, আরও চাপের মুখে মনমোহন, সনিয়া
কয়লা কেলেঙ্কারিতে আরও বেশ কয়েকটি নাম সামনে চলে আসতে পারে। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি মামলায় প্রাক্তন স্বরাষ্ট্র সচিব আর কে সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা হয়েছে। এই মামলায় ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপদেষ্টা টি কে নায়ার সহ শক্তিমন্ত্রকের দুই প্রাক্তন সচিবকেও জিজ্ঞাসাবাদের আর্জি জানানো হয়েছে। আগামী ৮ জুলাই মামলার পরবর্তী শুনানি।
কয়লা কেলেঙ্কারিতে আরও বেশ কয়েকটি নাম সামনে চলে আসতে পারে। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি মামলায় প্রাক্তন স্বরাষ্ট্র সচিব আর কে সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা হয়েছে। এই মামলায় ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপদেষ্টা টি কে নায়ার সহ শক্তিমন্ত্রকের দুই প্রাক্তন সচিবকেও জিজ্ঞাসাবাদের আর্জি জানানো হয়েছে। আগামী ৮ জুলাই মামলার পরবর্তী শুনানি।
শক্তিমন্ত্রকের যে দুই প্রাক্তন সচিবকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানানো হয়েছে তাঁরা হলেন এস এস ব্রহ্ম এবং বি এস সম্পত। দুজনেই আপাতত নির্বাচন কমিশনার। অভিযোগ, ওডিশার ওঙ্গোলে আদিবাসীদের জমি শিল্পপতি তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ নবীন জিন্দলের সংস্থা জেএসপিএল (JSPL) কে পাইয়ে দিতে আর কে সিং আদিবাসীদের বিরুদ্ধে প্রশাসনকে মামলা দায়ের করতে মৌখিক নির্দেশ দিয়েছিলেন।
প্রাক্তন স্বরাষ্ট্রসচিব অবশ্য বলছেন অভিযোগ ভিত্তিহীন। আর কে সিং জানিয়েছেন, " এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি যখন স্বরাষ্ট্রসচিব ছিলাম তখন ওডিশা বা অন্য কোনও রাজ্যে জমি অধিগ্রহণের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক কোনওভাবে হস্তক্ষেপ করেনি।"
প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দলের সংস্থা জেএসপিএলের সঙ্গে যোগাযোগ করে জি নিউজ। জেএসপিএলের বক্তব্য, সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার বিষয়ে কিছুই জানে না। প্রাক্তন স্বরাষ্ট্রসচিব আর কে সিংয়ের থেকে কোনওরকম সাহায্যের বিষয়টিও জেএসপিএল অস্বীকার করছে। জমি অধিগ্রহণ আইন মেনেই জেএসপিএল নিজের প্রল্পের জন্য জমি নিয়েছে এবং নিচ্ছে।