বিপর্যস্ত ভূস্বর্গ: মেঘ ভাঙা বৃষ্টিতে পহেলগাঁওয়ে মৃত অন্তত ৪

মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলের জনজীবন। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় পহেলগাঁও অঞ্চলে এই প্রাকৃতিক দুর্যোগের জেরে এক পরিবারের অন্তত ৪ কিশোরের মৃত্য হয়েছে।

Updated By: Jul 13, 2015, 10:29 AM IST
বিপর্যস্ত ভূস্বর্গ: মেঘ ভাঙা বৃষ্টিতে পহেলগাঁওয়ে মৃত অন্তত ৪

শ্রীনগর: মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলের জনজীবন। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় পহেলগাঁও অঞ্চলে এই প্রাকৃতিক দুর্যোগের জেরে এক পরিবারের ৪কিশোরের মৃত্য হয়েছে। প্রাথমিকভাবে দু'জনের মারা যাওয়ার খবর পাওয়া গেলেও নিখোঁজ ছিল বাকি দু'জন। পরে বাকি দু'জনেরও মৃতদেহ উদ্ধার হয়।

''পহেলগাঁও-এর আররু গ্রামে মেঘ ভেঙে দুই কিশোরের মৃত্যু হয়েছে, খোঁজ মিলছে না আরও দু'জনের।'' জানিয়েছেন এক পুলিস আধিকারিক।

নিখোঁজ দু'জনের খোঁজে তল্লাসি চালু ছিল পুলিসের। 

অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগ এবং ধসের জেরে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে ধসের জেরে আটকে পড়েছেন আড়াই হাজারেরও বেশি তীর্থযাত্রী। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টিতে বালতাল ও পহেলগাঁও রুট বিপর্যস্ত হয়ে পড়েছে। অমরনাথ মন্দিরের গুহার কাছে, বালতাল ও পহলগাম বেস ক্যাম্পেও কাল সকাল থেকে বৃষ্টি হচ্ছে।

 

.