হাতে থাকল লুধিয়ানা

মোট ৯৫টি আসনের মধ্যে ৬২টি আসন ছিনিয়ে নিয়েছে কংগ্রেস, শিরমণি অকালি দল - বিজেপি জোটের ঝুলিতে গিয়েছে মাত্র ২২টি আসন। অন্যদিকে, এলআইপি-আপ জোটের পক্ষে গিয়েছে ৮টি ওয়ার্ডের জনমত।

Updated By: Feb 27, 2018, 03:13 PM IST
হাতে থাকল লুধিয়ানা

নিজস্ব প্রতিবেদন: পঞ্জাবের বৃহত্তম পৌরসভার নির্বাচনে সম্মান রক্ষার লড়াইয়ে বিরাট জয় পেল কংগ্রেস। লুধিয়ানা পৌরসভাই পৌরসভার মোট ৯৫টি আসনের মধ্যে ৬২টি আসন ছিনিয়ে নিয়েছে কংগ্রেস, শিরমণি অকালি দল - বিজেপি জোটের ঝুলিতে গিয়েছে মাত্র ২২টি আসন। অন্যদিকে, এলআইপি-আপ জোটের পক্ষে গিয়েছে ৮টি ওয়ার্ডের জনমত।

মঙ্গলবার ৯টি গণনা কেন্দ্রে মোট ১০৮টি টেবিলে ভোট গণনার কাজ হয়েছে। সহকটি কেন্দ্রেই বিপুল নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল। সকাল ১০টা থেকেই কংগ্রেসের এগিয়ে থাকার ছবি সামনে এসেছিল। এরপর বেলা ১১টা নাগাদ হাত চিহ্নের জয়ের ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়।

আরও পড়ুন- পিএনবি দুর্নীতিতে টাকার অঙ্ক বাড়ল আরও ১,৩২৩ কোটি

মাস দুয়েক আগে অমৃতসর, পাতিয়ালা এবং জলন্ধর পৌরসভা নির্বাচনেও ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর নেতৃত্বাধীন কংগ্রেস জয় পেয়েছে।

.