কেন্দ্রে স্থিতিশীল, দুর্নীতিমুক্ত সরকারের দাবি তুললেন বণিকসভার প্রধান

কেন্দ্রে স্থিতিশীল ও দুর্নীতিমুক্ত সরকার চায়। এমন এক সরকার, যে নীতিপঙ্গুত্বে ভুগবে না। লোকসভা ভোটের আগে এমনই মত প্রকাশ করলেন, বণিকসভা সিআইআই এর প্রধান কৃষ গোপাল কৃষ্ণন। জোট সরকার তৈরি হলে, তাদের অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা উচিত বলে জানিয়েছেন তিনি। লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। চলছে জোর প্রচার। দিল্লির মসনদে কে বা কারা আসবে, এলেও একক ভাবে ক্ষমতায় আসবে কিনা, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। উত্সুক হয়ে তাকিয়ে রয়েছে শিল্পমহলও। দ্বিতীয় ইউপিএ জমানায় কেন্দ্রের বিরুদ্ধে বারবার নীতিপঙ্গুত্বের অভিযোগ করেছে শিল্পমহলের একটা বড় অংশ। তাদের অভিযোগ, সরকারের দুর্বল আর্থিক নীতির কারণেই তলানিতে এসে ঠেকেছে বৃদ্ধির হার। তাই আসন্ন ভোটে কেন্দ্রে স্থিতিশীল এবং নীতি প্রণয়নে সক্ষম, এমন শক্তপোক্ত সরকার চাইছে বণিকসভা সিআইআই।

Updated By: Mar 8, 2014, 10:50 PM IST

কেন্দ্রে স্থিতিশীল ও দুর্নীতিমুক্ত সরকার চায়। এমন এক সরকার, যে নীতিপঙ্গুত্বে ভুগবে না। লোকসভা ভোটের আগে এমনই মত প্রকাশ করলেন, বণিকসভা সিআইআই এর প্রধান কৃষ গোপাল কৃষ্ণন। জোট সরকার তৈরি হলে, তাদের অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা উচিত বলে জানিয়েছেন তিনি। লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। চলছে জোর প্রচার। দিল্লির মসনদে কে বা কারা আসবে, এলেও একক ভাবে ক্ষমতায় আসবে কিনা, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। উত্সুক হয়ে তাকিয়ে রয়েছে শিল্পমহলও। দ্বিতীয় ইউপিএ জমানায় কেন্দ্রের বিরুদ্ধে বারবার নীতিপঙ্গুত্বের অভিযোগ করেছে শিল্পমহলের একটা বড় অংশ। তাদের অভিযোগ, সরকারের দুর্বল আর্থিক নীতির কারণেই তলানিতে এসে ঠেকেছে বৃদ্ধির হার। তাই আসন্ন ভোটে কেন্দ্রে স্থিতিশীল এবং নীতি প্রণয়নে সক্ষম, এমন শক্তপোক্ত সরকার চাইছে বণিকসভা সিআইআই।

কিন্তু জোট সরকার তৈরি হলে, তার স্থিতিশীলতা নিয়েও প্রশ্ন রয়েছে। আঞ্চলিক দলগুলি যেভাবে নিজেদের দাবিদাওয়া আদায়ে ব্যস্ত থাকে, তারা ক্ষমতায় এলে, জাতীয় স্বার্থ কতটা গুরুত্ব পাবে, সেটাও একটা বড় প্রশ্ন। তাই জোট সরকার তৈরি হলে ঐকমত্য এবং অগ্রাধিকারের ভিত্তিতে কাজের ওপর জোর দিয়েছেন সিআইআই প্রধান।

লাগামছাড়া দুর্নীতির কারণে কংগ্রেসের ওপর তিতিবিরক্ত বড় অংশের সাধারণ মানুষ। দুর্নীতির কারণে বিকাশ যাতে ব্যাহত না হয়, তার জন্য স্বচ্ছ সরকার গঠনের দাবি জানিয়েছেন সিআইআই প্রধান।

.