লাদাখ থেকে সেনা প্রত্যাহার চিনের

অবশেষে লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করল চিন। রবিবার দুপুরে দৌলত বেগ ওল্ডি সেক্টরে দু-দেশের সেনাবাহিনীর মধ্যে আরও একদফা ফ্ল্যাগ মিটিং হয়। তারপরই লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা ফিরিয়ে নিতে রাজি হয় বেজিং।

Updated By: May 6, 2013, 10:13 AM IST

অবশেষে লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করল চিন। রবিবার দুপুরে দৌলত বেগ ওল্ডি সেক্টরে দু-দেশের সেনাবাহিনীর মধ্যে আরও একদফা ফ্ল্যাগ মিটিং হয়। তারপরই লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা ফিরিয়ে নিতে রাজি হয় বেজিং।
সূত্রের খবর, মিটিং শেষ হওয়ার পর দুই দেশের সেনা কম্যাণ্ডারদের মধ্যে করমর্দন হয়। গত তিন সপ্তাহ ধরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে উনিশ কিলোমিটার ভিতরে ঢুকে, পাঁচটি তাঁবু তৈরি করেছিল চিনের সেনাবাহিনী। ঠিক তার বিপরিতে তিনশো মিটার দুরে, তাঁবু তৈরি করেছিল ভারতও। এরফলে দুই দেশের মধ্যে সম্পর্কের পারদও চড়ছিল। বৃহস্পতিবার বেজিং যাচ্ছেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। চলতি মাসের কুড়ি তারিখ ভারত সফরে আসছেন চিনের প্রধানমন্ত্রী। তার আগে দ্বিপাক্ষীক সম্পর্কের তিক্ততা কাটাতেই এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।

.