আর বৃষ্টি না হওয়ায় চেন্নাইয়ের বন্যা পরিস্থিতির উন্নতি, জল নামছে আদেয়ার, কুম্ভ নদীর
নতুন করে বৃষ্টি না হওয়ায়, চেন্নাইয়ের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। আদেয়ার, কুম্ভ নদীর জল নেমেছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ। বন্যাদুর্গতদের সাহায্যে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ওয়েব ডেস্ক: নতুন করে বৃষ্টি না হওয়ায়, চেন্নাইয়ের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। আদেয়ার, কুম্ভ নদীর জল নেমেছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ। বন্যাদুর্গতদের সাহায্যে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এখনও পর্যন্ত প্রায় ৭ হাজার দুর্ত মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বহু জায়গাতেই এখনও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন, নেই টেলিফোন পরিষেবা। মিলছে না অত্যাবশ্যক পরিষেবা। বাজারে সব্জির দাম আকাশ ছোঁয়া। কেজি প্রতি টমেটো ,বিনস বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকায়। নেই পানীয় জল। কুড়ি টাকার মিনারেল ওয়াটার বটল কিনতে হচ্ছে দেড়শো টাকায়। সবমিলিয়ে চেন্নাই যেন এখন এক বিচ্ছিন্ন দ্বীপ। বন্ধ রয়েছে স্কুল,কলেজ, অফিস,কাছারি। নদী বাঁধগুলি থেকে জল ছাড়া নিয়ন্ত্রিত করা হয়েছে। দক্ষিণ চেন্নাইয়ের অবস্থা সবথেকে খারাপ। গোটা এলাকাটাই ডুবে রয়েছে।