সাত দিন পরও জেলাশাসক অপহরণ জট কাটার ইঙ্গিত নেই
অপহরণের পর সাতদিন হয়ে গেলেও সুকমা জেলাশাসক অপহরণ কাণ্ডের জট খুলল না। উপরন্তু একটি ই-মেল বার্তায় ছত্তিসগড় সরকারের ওপর চাপ বাড়িয়েছে মাওবাদীরা। ওই বার্তায় মাওবাদীরা জানিয়েছে, তাদের দাবির প্রেক্ষিতে রাজ্য সরকার কী অবস্থান নিচ্ছে তা স্পষ্ট করুক রমন সিং সরকার। রাজ্য সরকারকে দেওয়া সময়সীমা বাড়ানো তাদের পক্ষে সম্ভব নয় বলেও বার্তায় জানিয়েছে মাওবাদীরা।
অপহরণের পর সাতদিন হয়ে গেলেও সুকমা জেলাশাসক অপহরণ কাণ্ডের জট খুলল না। উপরন্তু একটি ই-মেল বার্তায় ছত্তিসগড় সরকারের ওপর চাপ বাড়িয়েছে মাওবাদীরা। ওই বার্তায় মাওবাদীরা জানিয়েছে, তাদের দাবির প্রেক্ষিতে রাজ্য সরকার কী অবস্থান নিচ্ছে তা স্পষ্ট করুক রমন সিং সরকার। রাজ্য সরকারকে দেওয়া সময়সীমা বাড়ানো তাদের পক্ষে সম্ভব নয় বলেও বার্তায় জানিয়েছে মাওবাদীরা।
তাদের দাবির প্রেক্ষিতে অবস্থান স্পষ্ট করুক ছত্তিসগড় সরকার। সরকারের তরফে ব্যাখা না মিললে, তাদের পক্ষে সময়সীমা বাড়ানো সম্ভব নয়। সুকমার জেলাশাসক অপহরণ কাণ্ডে রমন সিং সরকারকে পাঠানো ই মেল বার্তায় সরকারকে এই হুঁশিয়ারি দিয়েছে মাওবাদীরা। অপহরণের পর সাত দিনে অগ্রগতি বলতে শুধুই দফায় দফায় আলোচনা। কিন্তু জট খোলেনি। সরকারের তরফে মধ্যস্থতাকারী নির্মলা বুচ অবশ্য আশাপ্রকাশ করেছেন শীঘ্রই জট খুলবে। মাওবাদীদের তরফে মধ্যস্থতাকারী জি হরগোপালও একই আশাপ্রকাশ করেছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী মাওবাদীদের সঙ্গে আলোচনা শুরুর জন্য মধ্যস্থতাকারীরা টারমেটলার জঙ্গলের দিকে রওনা হয়েছেন। অন্যদিকে, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং জানিয়েছেন, মাওবাদীরা পণবন্দি জেলাশাসককে ছেড়ে দিলে শান্তি আলোচনার উপযুক্ত বাতাবরণ তৈরি হবে। এরইমাঝে রফাসূত্র কী ভাবে বের হয়, সেদিকেই তাকিয়ে অ্যালেক্স পল মেননের স্ত্রী-সহ তার পরিবার। অন্ধকারের মধ্যেই আশার আলোর অপেক্ষায় তাঁরা।