CRPF Recruitment: সিআরপিএফ-এ ১.৩০ লাখ কনস্টবল নিচ্ছে কেন্দ্র, আবেদন করতে পারবেন মহিলারাও
CRPF Recruitment:সিআইএসএফ-এ আবেদন করার ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ পাবেন প্রাক্তন অগ্নিবীররা। বয়সে ছাড়ের ব্যাপারে চিন্তাভাবনা করবে কেন্দ্র। অগ্নিবীরের প্রথম ব্যাচ য়ারা হবেন তারা পাবেন ৫ বছর ছাড়া
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অগ্নিবীর বিতর্ক বেশ খানিকটা চাপে কেন্দ্র। তার মধ্যেই এবার সিআরপিএফ-এ প্রায় ১.৩০ লাখ কনস্টেবল নিয়োগ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বস্তুতপক্ষে সিআরপিএফে নিয়োগ করা হবে ১,২৯,৯২৯ কনস্টেবল। এদের মধ্যে ৪৬৬৭টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। এনিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এনিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে crpf.gov.in সাইটে।
আরও পড়ুন-লং মার্চে এসে সাঁকরাইলে গ্রেফতার ১৩ গ্রুপ ডি চাকরিপ্রার্থী
কীভাবে আবেদন করা যাবে
যেতে হবে সিআরপিএফের ওয়েবসাইট crpf.gov.in-এ।
এবার ক্লিক করতে হবে রিক্রুটমেন্ট ট্য়াবে।
ক্লিক করতে হবে সিআরপিএফ রিক্রুটমেন্ট লিঙ্কে।
বিস্তারিত তথ্য দিয়ে নাম নথিভূক্ত করতে হবে।
এর ফলে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে।
সেই পাসওয়ার্ড দিয়ে সাইটে গিয়ে সিআরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট ফর্ম পূরণ করতে হবে।
প্রয়োজনীয় নথি বা ফটোকপি আপলোড করে দিতে হবে। এরপর পরীক্ষার ফি জমা গিয়ে ফর্ম সাবমিট করতে হবে।
বয়সের সময়সীমা
ন্যূনতম বয়স ১৮। সর্বোচ্চ বয়সসীমা ২৩ বছর। প্রার্থীর জন্মতারিখ ২-৮-১৯৯৬ সালের আগে বা ১-৮-২০০২ এর পরে হলে চলবে না।
যোগ্যতা
প্রাথীকে সরকারি বা সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে। গত মাসে কেন্দ্র জানিয়ে দেয় সিআইএসএফ-এ আবেদন করার ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ পাবেন প্রাক্তন অগ্নিবীররা। বয়সে ছাড়ের ব্যাপারে চিন্তাভাবনা করবে কেন্দ্র। অগ্নিবীরের প্রথম ব্যাচ য়ারা হবেন তারা পাবেন ৫ বছর ছাড়া। অন্য়ান্য ব্যাচের ক্ষেত্রে মিলবে ৩ বছরের ছাড়।
উল্লেখ্য়, সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে নজিরবিহীন পদক্ষেপ নিয়েচে কেন্দ্র সরকার। সাড়ে সতের থেকে ২১ বছরের যুবকদের ৪ বছরের মেয়াদে সেনাবাহিনীতি নিয়োগ করা হচ্ছে। চার বছর পর এসে সেনাবাহিনী ছাড়তে হবে। এদেরই বলা হচ্ছে অগ্নিবীর। ৪ বছরের শেষে অগ্নিবীরদের ২৫ শতাংশকে স্থায়ী পদে নিয়োগ করা হবে।