COVID-19: জনসমাগম রুখতে দুর্গাপুজো পর্যন্ত বিধিনিষেধ, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

দ্বিতীয় ঢেউ এখনও চলে যায়নি বলে বারবার সতর্ক করে চলেছে কেন্দ্র। ডেল্টা শ্রেণির ভাইরাস শিরঃপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Updated By: Aug 5, 2021, 12:00 AM IST
COVID-19: জনসমাগম রুখতে দুর্গাপুজো পর্যন্ত বিধিনিষেধ, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন: চলতি মাসের শেষে রয়েছে করোনার তৃতীয় ঢেউয়ের (Covid Third Wave) ভ্রূকুটি। এই শঙ্কার মধ্যেই শুরু হচ্ছে উৎসবের মরসুমও। এমন আবহে রাজ্যগুলিকে চিঠি দিয়ে সাবধান করল কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) পরামর্শ, উৎসবকে মাথায় রেখে স্থানীয়স্তরে বিধিনিষেধ বলবৎ করে গণসমাবেশ রোখা হোক।     

১৯ অগাস্ট মহরম। তার পর জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পুজো এবং অক্টোবরে দুর্গাপুজো (Durga Pujo)। গোটা দেশজুড়ে সেই দীপাবলি পর্যন্ত চলবে উৎসব। উৎসবের মরসুমে স্বাধীনভাবে মানুষ মেলামেশা করলে কোভিড বিপদ বাড়বে বই কমবে না! সে কথা মাথায় রেখে সমস্ত রাজ্যকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) সচিব রাজেশ ভূষণ। ওই চিঠিতে বলা হয়েছে,'উৎসবে জনসমাগম নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। কোভিড নিয়ন্ত্রণে পরীক্ষা,চিহ্নিতকরণ, চিকিৎসা, টিকাকরণ ও কোভিড-আচরণ সমূহ - এই ৫ কৌশল কঠোরভাবে মেনে চলতে হবে। তাতে কোনওরকম শিথিলতা এ পর্যন্ত কোভিড অতিমারি নিয়ন্ত্রণে দেশ যতখানি এগিয়েছে, তা অনেকখানি হারিয়ে ফেলবে।'     

দ্বিতীয় ঢেউ এখনও চলে যায়নি বলে বারবার সতর্ক করে চলেছে কেন্দ্র। ডেল্টা শ্রেণির ভাইরাস শিরঃপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল পর্যন্ত ৮টি রাজ্যে 'আর ফ্যাক্টর' (R-Factor) ১-র উপরে। এতে স্পষ্ট হয়ে গিয়েছে ভাইরাস এখনও কতটা সংক্রামক। পশ্চিমবঙ্গে 'আর ফ্যাক্টর' এখন ১। দুর্গাপুজো নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে। গতবার হাইকোর্টের নির্দেশে নিয়ন্ত্রিতভাবে পুজো আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। এবারও ১৪ দফা কোভিড বিধি তৈরি করেছে ক্লাবগুলির ফোরাম। তবে পুজো কীভাবে হবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

আরও পড়ুন- রাজ্যে বাড়ল দৈনিক Covid সংক্রমণ, উত্তর ২৪ পরগনায় ফের আক্রান্ত শতাধিক

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.