Parliament: কেন সংসদে বিশেষ অধিবেশন? অবশেষে জানাল কেন্দ্র
আর বেশি দেরি নেই। ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ অধিবেশন বসবে সংসদে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর বেশি দেরি নেই। ৫ দিনের বিশেষ অধিবেশনে সংসদে ৭৫ বছরের ইতিহাস নিয়ে আলোচনা হবে। পেশ করা হবে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ-সহ ৪ গুরুত্বপূর্ণ বিলও। অবশেষে জানাল কেন্দ্র।
আরও পড়ুন: INDIA Alliance Meeting: প্রতিহিংসা তত্ত্বেই শান, অভিষেকের পাশেই একজোট I.N.D.I.A
২০ জুলাই থেকে ১১ অগাস্ট। সংসদের বর্ষকালীন অধিবেশন মেয়াদ ছিল ১৭ দিন। স্রেফ মণিপুর ইস্যুতে বিক্ষোভ নয়, সংসদের বর্ষকালীন অধিবেশনে মোদী সরকারে বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছিল বিরোধী ইন্ডিয়া জোট। লোকসভা সেই অনাস্থা প্রস্তাব অবশ্য খারিজ হয়ে যায় ধ্বনি ভোটে। তাহলে ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কেন বিশেষ অধিবেশন? কারণ জানতে চেয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন সোনিয়া গান্ধী।
Finally, after pressure from Smt. Sonia Gandhi's letter to the Prime Minister, the Modi Govt has condescended to announce the agenda for the special 5-day session of Parliament beginning September 18th.
The agenda as published at the moment, is much ado about nothing — all this… pic.twitter.com/1y1U6bqkBH
— Jairam Ramesh (@Jairam_Ramesh) September 13, 2023
এর আগে, বর্ষাকালীন অধিবেশনে অনাস্থা প্রস্তাবে বিরোধীদের তীব্র কটাক্ষ করেছিলেন মোদী। প্রধানমন্ত্রী বলেছিলেন, 'উত্তর-পূর্বের লোক এই সমস্যার জন্য দায়ী নয়। কংগ্রেসের রাজনীতি দায়ী। যেসব জায়গায় কম আসন তা নিয়ে কংগ্রেস কোনওদিন ভাবেনি। নেহেরুর বিরুদ্ধে লোহিয়াজির অভিযোগ ছিল জেনেবুঝে উত্তর-পূর্বের উন্নয়নে অগ্রহ দেখাচ্ছে না সরকার। চিন হামলার সময় নেহেরুর রেডিও বার্তা অসমবাসী আজও মনে রেখেছে। উত্তর-পূর্বের মানুষের বিশ্বাসকে হত্যা করেছে কংগ্রেস। সেই ক্ষোভেরই নানা ভাবে বহিঃপ্রকাশ হয়'।
আরও পড়ুন: বালতিতে চুবিয়ে প্রেমিকাকে খুন! ২ বছরের মেয়ে-স্ত্রীকে নিয়ে দেহ লোপাট প্রেমিকের...