শহিদ জওয়ানদের পরিবারপিছু ১ কোটি টাকা অনুদান দিতে চায় কেন্দ্র, জানালেন রাজনাথ

Updated By: Sep 10, 2017, 10:15 PM IST
শহিদ জওয়ানদের পরিবারপিছু ১ কোটি টাকা অনুদান দিতে চায় কেন্দ্র, জানালেন রাজনাথ

ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় বাহিনীর শহিদ জওয়ানদের পরিবারপিছু ১ কোটি টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। রবিবার কাশ্মীরের কান্দাবালে সৈনিক সম্মেলনে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং।

রবিবার রাজনাথ সিআরপিএফ-এর ৯৯ নম্বর ব্যাটালিয়ানের দফতরে জওয়ানদের সামনে বক্তব্য রাখছিলেন। সেখানেই তিনি ডিউটিরত অবস্থায় নিহত জওয়ানদের জন্য ওই আর্থিক সাহা‌য্যের কথা শোনান।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, জম্মু ও কাশ্মীরে সিআরপিএফ জওয়ানদের জন্য হেলিকপ্টার সার্ভিস চালু করার কথাও চিন্তাভাবনা করছে কেন্দ্র। এদিন সিআরপিএফ জওয়ানদের সাহসের প্রশংসা করে রাজনাথ বলেন, সাহস কখনও কেনা ‌যায় না। আমার আমাদের সিআরপিএফ জওয়ানদের জন্য গর্বিত।

রাজ্যের পুলিশ কর্মীদের এক অনুষ্ঠানেও এদিন ‌যোগ দেন রাজনাথ। সেখানে তিনি বলেন, জম্মু-কাশ্মীর পুলিশের কর্মীদের জন্য বুলেটপ্রুফ জ্যাকেট কিনতে বরাদ্দ করেছে কেন্দ্র। পাশাপাশি একটি ট্রমা সেন্টারও তৈরি করা হবে।

আরও পড়ুন-সুখবর! আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে উত্তরবঙ্গের সমস্ত ট্রেন

.