রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তির সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে কেন্দ্র

রাজীব গান্ধী হত্যায় দোষী সাব্যস্ত সাত অপরাধীরই মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের আবেদন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। আগামী ২৭শে ফেব্রুয়ারি পরবর্তী শুনানি দিন স্থির হয়েছে।

Updated By: Feb 24, 2014, 01:46 PM IST

রাজীব গান্ধী হত্যায় দোষী সাব্যস্ত সাত অপরাধীরই মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের আবেদন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। আগামী ২৭শে ফেব্রুয়ারি পরবর্তী শুনানি দিন স্থির হয়েছে।

প্রাণভিক্ষার আবেদনের শুনানিতে দেরি হচ্ছে, এই যুক্তিতে রাজীব গান্ধীর তিন হত্যাকারীর প্রাণদণ্ড মকুব করে যাবজ্জীবনের শাস্তি দেয় সুপ্রিম কোর্ট। এরপরেই এই হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত সাত অপরাধীকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু সরকার।

প্রথমে মৃত্যুদণ্ড মকুব হওয়া তিন অপরাধীর মুক্তির বিরোধিতা করেছিল কেন্দ্রীয় সরকার। তাদের মুক্তিতে ইতিমধ্যেই স্থগিতাদেশ জারি করা হয়েছে। এবার বাকি চার অপরাধীর মুক্তিরও বিরোধিতা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে কেন্দ্র। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা জানিয়েছেন, ওই সাতজনের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন করা হবে বলে জানিয়েছেন জয়ললিতা।

(ফাইল চিত্র)

.