সিমেন্ট কারাখানায় জ্বালিয়ে নষ্ট করা হবে অবিক্রিত ম্যাগি

দেশজুড়ে থাকা সব অবিক্রিত ম্যাগি পুড়িয়ে নষ্ট করে ফেলা হবে, এমন সিদ্ধান্ত নিয়েছে নেসলে ইন্ডিয়া। এক সিমেন্ট কারখানার ভিতর দেশের অবিক্রিত সব ম্যাগি পুড়িয়ে ফেলা হবে। বিশাল পরিমাণ ম্যাগি পুড়িয়ে ফেলার প্রয়জোনীয় পরিকাঠামো রয়েছে ওই সিমেন্ট কারখানায়।

Updated By: Jun 24, 2015, 03:42 PM IST
সিমেন্ট কারাখানায় জ্বালিয়ে নষ্ট করা হবে অবিক্রিত ম্যাগি

ওয়েব ডেস্ক: দেশজুড়ে থাকা সব অবিক্রিত ম্যাগি পুড়িয়ে নষ্ট করে ফেলা হবে, এমন সিদ্ধান্ত নিয়েছে নেসলে ইন্ডিয়া। এক সিমেন্ট কারখানার ভিতর দেশের অবিক্রিত সব ম্যাগি পুড়িয়ে ফেলা হবে। বিশাল পরিমাণ ম্যাগি পুড়িয়ে ফেলার প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে ওই সিমেন্ট কারখানায়।

ম্যাগি পুড়িয়ে তা দিয়ে তৈরি হবে সিমেন্ট তৈরির জন্য জ্বালানি। গোয়ার খাদ্য অধিকর্তা সেলিম ভেলজি এই খবর জানান। শুধু গোয়াতেই ম্যাগির প্রায় ৯৭৮ টন অবিক্রিত অবস্থায় রয়েছে। এত সংখ্যাক ম্যাগি পুড়িয়ে নষ্ট করার পরিকাঠামো ছিল না। কিন্তু শেষ অবধি সিমেন্ট কারাখানায় অবিক্রিত ম্যাগির হিল্লে হল।

সব ম্যাগি পুড়িয়ে নষ্ট করে ফেলার প্রমাণ হিসেবে ভিডিও করে রাখা হবে।

.