সেনা-প্রধান সঙ্কটজনক, মূহ্যমান মুম্বই

মারাঠা সমাজের `বেতাজ বাদশা` সঙ্কটজনক, এই খবর ছড়িয়ে পড়তে বুধবার রাতেই তাঁকে দেখতে গিয়েছিলেন আমিতাভ বচ্চন। বৃহস্পতিবার দুপুরেই বাবা সেলিম খান ও ভাই আরবাজের সঙ্গে মাতশ্রীতে উপস্থিত সলমন খান। অভিনেতা তথা পরিচালক মহেশ মঞ্জরেকর, মধুর ভান্ডরকর, নানা পাটেকর, বাপি লাহিড়ি, শিল্পপতি রাহুল বাজাজ, বেনুগোপাল ধুত, বিজেপি সভাপতি নিতিন গড়করি, মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধী দলনেতা বিনোদ তাওড়ে সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টবর্গ তাঁকে দেখতে উপস্থিত হন।

Updated By: Nov 15, 2012, 08:02 PM IST

রাজনীতি থেকে শিল্প মহল, সঙ্গীত জগত থেকে টিনসেল টাউন। সেনা কুলপতি বালা সাহেব ঠাকরের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে তাঁর বাসভবন মাতশ্রী-মুখী তামাম মুম্বই। মারাঠা সমাজের `বেতাজ বাদশা` সঙ্কটজনক, এই খবর ছড়িয়ে পড়তে বুধবার রাতেই তাঁকে দেখতে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। বৃহস্পতিবার দুপুরেই বাবা সেলিম খান ও ভাই আরবাজের সঙ্গে মাতশ্রীতে উপস্থিত সলমন খান। অভিনেতা তথা পরিচালক মহেশ মঞ্জরেকর, মধুর ভান্ডরকর, নানা পাটেকর, বাপি লাহিড়ি, শিল্পপতি রাহুল বাজাজ, বেনুগোপাল ধুত, বিজেপি সভাপতি নিতিন গড়করি, মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধী দলনেতা বিনোদ তাওড়ে সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টবর্গ তাঁকে দেখতে উপস্থিত হন। বালা সাহেবের অসুস্থতার খবর পেয়ে লতা মঙ্গেশকর একটি সঙ্গীতানুষ্ঠান পিছিয়ে দেন। তিনি বলেন, ঠাকরের সঙ্কটজনক অবস্থার খবরে তিনি বিপর্যস্ত। ঠাকরকে যে পরিবারেরই সদস্য মনে করেন তাও জানান প্রবীণ এই সঙ্গীতশিল্পী। সেনা প্রধানের সঙ্গে তাঁর পারিবারিক ঘনিষ্ঠতা মনে করিয়ে বিগ বি টুইট করেন, "বালাসাহেব ঠাকরে: সারা জীবন লড়াই করেছেন, লড়ছেন জীবন যুদ্ধে...।" আশির দশকে `কুলি`র সেটে মারাত্মক দুর্ঘটনায় যখন অমিতাভ প্রথম বাল ঠাকরের সান্নিধ্যে আসেন। অমিতাভ বলেন সেই সময় একটি কার্টুন নিয়ে তাঁকে দেখতে হাসপাতালে আসেন বাল ঠাকরে। কার্টুনের সার বক্তব্য ছিল `হার মানলেন যমরাজ`। কার্টুনিস্ট হলে আজ সেই একই কার্টুন বাল ঠাকরেকে উপহার দিতেন বলেও জানিয়েছেন বিগ বি। সারা দিনে মাতশ্রীর দরজায় দেখা গিয়েছে মনোজ কুমার, ঋষি কাপুর ও তাঁর ভাই রনধীর এবং রাজীব কাপুরকে। টুইটার জুড়ে অশীতিপর এই নেতার আরোগ্য কামনা।

.