পুঞ্চে পাক সেনার বেপরোয়া গোলাগুলিতে নিহত শিশু সহ ২, আহত ৫

Updated By: Oct 2, 2017, 11:49 AM IST
পুঞ্চে পাক সেনার বেপরোয়া গোলাগুলিতে নিহত শিশু সহ ২, আহত ৫

ওয়েব ডেস্ক: পুঞ্চে ভয়ঙ্কর গোলাগুলি শুরু করল পাকিস্তান। সোমবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনার গুলিতে প্রাণ হারাল ১০ বছরের এক বালক ও এক শিশু। সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ পুঞ্চের শাহপুর, কিরনি ও কাসবা সেক্টরে প্রবল গোলাগুলি শুরু করে পাক সেনাবাহিনী। নিয়ন্ত্রণরেখার কাছে থাকা একাধিক গ্রাম ও সেনা পোস্টে ঘনঘন পড়তে থাকে মর্টার, গোলা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত বালকের নাম ইরসাদ আহমেদ। অন্যদিকে, পুঞ্চের দিগওয়ার সেক্টরে পাক গুলিতে নিহত হয়েছে এক শিশু। আহত আরও ৫ গ্রামবাসী। আহতদের পুঞ্চের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের গুলিচালানোর জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাবাহিনীও। শেষ খবর পাওয়া প‌র্যন্ত গোলগুলি এখনও চলছে। পকিস্তানের ‌যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে বলতে গিয়ে জম্মু ও কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী নির্মল সিং বলেছেন, কাপুরুষের দেশ পাকিস্তান। একদিকে তারা সাদা পতাকা দেখাচ্ছে, অন্যদিকে আবার গোলাগুলিও করছে।

আরও পড়ুন-৩৭ হাজার ফুট উচ্চতায় বিকল বিমানের ইঞ্জিন, প্রাণে বাঁচলের ৫২০ যাত্রী 

.