ফের সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের, জবাব ভারতেরও

ফের নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে ভারতের সেনাছাউনি লক্ষ্য করে গুলি চালাল পাকিস্তান। জবাবে ভারতের পক্ষ থেকেও পাল্টা গুলি চালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও গুলির লড়াই চলছে সেখানে। তবে, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Updated By: Oct 19, 2016, 08:54 PM IST
ফের সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের, জবাব ভারতেরও
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : ফের নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে ভারতের সেনাছাউনি লক্ষ্য করে গুলি চালাল পাকিস্তান। জবাবে ভারতের পক্ষ থেকেও পাল্টা গুলি চালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও গুলির লড়াই চলছে সেখানে। তবে, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন- পাক বন্ধু চিন, প্রভাব ভারতের বাজারে, চিনা মাল বয়কটের ডাক

গত মাসে ১৮ তারিখ কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাক্যাম্পে জঙ্গি হানায় প্রাণ হারান ১৯ জন জওয়ান। ঘটনায় যোগ মেলে পাকিস্তানের। এরপরই ২৮ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। গুঁড়িয়ে দেওয় হয় বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি। নিকেশ করা হয় ৭০-এর বেশি জঙ্গিকে। এদিকে, সেই ঘটনার পর থেকেই পাকিস্তানের পক্ষ থেকে বারবার ভারতের সীমান্ত লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে বলে অভিযোগ। আজও, বিকেলের পর থেকেই নতুন করে শুরু হয়েছে গুলিবর্ষণ। তবে, জবাব দিয়েছে ভারতও।

.