সীমান্তে গুলির লড়াই, নিহত ৩, আহত ১৬

সীমান্তে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। শুক্রবার জম্মু ও কাশ্মীরের আরএস পুরা ও আরিনা সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে পাকসেনার গুলিতে নিহত হয়েছেন ৩ জন। আহত ১৬।

Updated By: Aug 28, 2015, 11:47 AM IST
সীমান্তে গুলির লড়াই, নিহত ৩, আহত ১৬

ওয়েব ডেস্ক: সীমান্তে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। শুক্রবার জম্মু ও কাশ্মীরের আরএস পুরা ও আরিনা সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে পাকসেনার গুলিতে নিহত হয়েছেন ৩ জন। আহত ১৬।

মৃতদের মধ্যে সুভাষ চান্দের(৪৫) ও বিমলা দেবী(৪২) দুজন সাই খুর্দ গ্রামের বাসিন্দা, পবন কুমার(৫৫) আবদুলিয়ান গ্রামের বাসিন্দা। শুক্রবার রাত ১টা ৪৫ নাগাদ কিষানপুর, জোরা ফর্ম, জুঙ্গু চক, নওয়াপিন্ড, হারনা, সিয়া, আবদুলিয়ান ও চান্দু চক এলাকায় গুলিচালনা ও মর্টার শেল ছোঁড়া শুরু হয়। পুলিস সূত্রে খবর, পাকিস্তানের দিক থেকে অটোমেটিক মেশিনগানও ব্যবহার করা হয়েছে।

এই বছরের অগাস্ট মাসেই পুঞ্চ ও রাজৌরি জেলায় এইচএমজি ও আরপিজি সীমান্ত খুঁটিতে পাকসেনার গুলিতে এক মহিলার মৃত্যু হয়, আহত হন ৫ জন। স্বামীনতা দিবসের দিন এক পঞ্চায়েত প্রধান সহ ৫ নাগরিকের মৃত্যু হয়েছে পাকসেনার গুলিতে।

গত জুলাই মাসে ১৯ বার পাকসেনার হামলায় ৩ জওয়ান ও ৪ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪ জন।

 

.