দ্রুত কমবে খাদ্যসামগ্রীসহ অন্যান্য জিনিসের দাম, আশ্বাসবাণী কেন্দ্রের
দেশে পাইকারী মুদ্রাস্ফীতি রেকর্ড ছুঁয়েছে মে মাসেই
নিজস্ব প্রতিবেদন: করোনার কাঁটার মাঝেই মহার্ঘ্য জ্বালানি (Fuel Price)। রাজ্যে রাজ্যে লকডাউন। থমকে রয়েছে অর্থনৈতিক ক্রিয়াকলাপও (Economic Activities)। মূল্যবৃদ্ধিতে নাজেহাল আমজনতা। এই অবস্থায় রেকর্ড ছুঁয়েছে দেশে পাইকারী মুদ্রাস্ফীতি (Retail Inflation)। সবের প্রভাবে বাড়ছে খাদ্যসামগ্রীর দামও। ইতিমধ্যেই ভোজ্য তেলের দাম বেড়েছে অনেকটাই। তবে এর মাঝেই শুক্রবার আশ্বাসবাণী শোনালেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা কে ভি সুব্রহ্মণ্যম (K V Subramanian)।
সুব্রহ্মণ্যম জানান, আনলক পর্বের সঙ্গে শীঘ্রই চালু হবে সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এবছর বর্ষাও সঠিক সময়ে আসায় চাষবাসের উন্নতি হবে। আর তাই দ্রুত কমতে শুরু করবে খাদ্যসামগ্রীর দাম। আয়ত্তে চলে আসবে পাইকারী মুদ্রাস্ফীতি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের সর্বত্র পাইকারী মুদ্রাস্ফীতির প্রভাব পড়বে না প্রধানমন্ত্রীর বিনামূল্যে রেশন প্রকল্পের জন্য।
আরও পড়ুন:LIC Policy: প্রিমিয়াম দিতে পারছেন না? কীভাবে বাঁচাবেন আপনার পলিসি? জানুন বিশদে
প্রসঙ্গত, লকডাউনের জেরে মে মাসে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির হার ১২.৯৪ শতাংশে পৌঁছয়। যা রিজাভ ব্যাঙ্কের রেকর্ডকেও ছাপিয়ে যায়। এর আগে এপ্রিলে দেশের পাইকারি মুদ্রাস্ফীতি ছিল ১০.৪৯ শতাংশ। তার আগে মার্চ মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৭.৩৯ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, মূলত পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধিই এর কারণ। গত কয়েক মাসে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। দেশের বহু জায়গায়া পেট্রোলের দাম ১০০ পার করেছে। এমনকি ডিজেলও ১০০-র গণ্ডি পার করেছে রাজস্থানে।
আরও পড়ুন: Pan-Aadhaar Link: ফের সময়সীমা বাড়াল কেন্দ্র, কীভাবে করবেন আধার-প্যান সংযোগ?
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)