দিল্লির ব্যস্ত রাস্তায় মহিলার মুখে অ্যাসিড ছুঁড়ল দুষ্কৃতী, প্রমাণ দিচ্ছে সিসিটিভি ফুটেজ

Updated By: Dec 23, 2014, 10:14 PM IST

ওয়েব ডেস্ক: মোটরসাইকেলে করে যেতে যেতে হঠাত্‍ই এক মহিলার মুখে অ্যাসিড ছুঁড়ে মারল দুই দুষ্কৃতী। দিল্লির রজোরি গার্ডেন এলাকার ব্যস্ত রাস্তাতেই ঘটেছে এই ঘটনা। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিস।  

আক্রান্ত মহিলা পেশায় ডাক্তার। তার মুখের অর্ধেকটা পুড়ে গিয়েছে। তিনি পুলিসকে জানিয়েছেন দুষ্কৃতীদের তিনি চেনেন না। এমনকী কাউকে সন্দেহও করছেন না। এইমসে চিকিত্‍সা চলছে আক্রান্ত মহিলার। নিজের স্কুটারে হাসপাতালে কাজে যাচ্ছিলেন তিনি। রজোরি গার্ডেন এলাকার কাছে হঠাত্‍ একটি বাইকে দুই দুষ্কৃতী তার মুখে অ্যাসিড ছুঁড়ে স্কুটার ওভারটেক করে এগিয়ে যায়। মহিলা আর্তনাদ করলেও ব্যস্ত বাজার এলাকায় কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি বলে জানিয়েছেন তিনি। আক্রান্ত মহিলা পশ্চিম দিল্লির হরি নগরের বাসিন্দা।

ঘটনার নিন্দা করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেছেন।

ভারতে অ্যাসিড অ্যাটাক ক্রমাগত বাড়ার ফলে গতবছর অ্যাসিড বিক্রির ওপর কড়া নিয়মাবলী জারি করে সুপ্রিম কোর্ট। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে দেশে ২০০টি অ্যাসিড অ্যাটাকের ঘটনা নথিভুক্ত হয়েছে।

 

 

.