সিবিএসসি ফলে টেক্কা এবার ছাত্রীদেরই

সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফলে এবারে পাশের হারে টেক্কা দিল মেয়েরাই। সোমবার পরীক্ষার ফল ঘোষণা করে সিবিএসই বোর্ড। এবছর পাশের হার ৮০.১৯ শতাংশ। এ বছর ছাত্রীদের পাশের হার বেশি। প্রথম হয়েছে মনিপুরের মহম্মদ ইসমত।

Updated By: May 28, 2012, 09:19 PM IST

সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফলে এবারে পাশের হারে টেক্কা দিল মেয়েরাই। সোমবার পরীক্ষার ফল ঘোষণা করে সিবিএসই বোর্ড। এবছর পাশের হার ৮০.১৯ শতাংশ। এ বছর ছাত্রীদের পাশের হার বেশি। প্রথম হয়েছে মনিপুরের মহম্মদ ইসমত।
এবছর পাশের হার ৮০.১৯ শতাংশ। যার মধ্যে ৭৮.৮০ শতাংশ পরীক্ষার্থী ছাত্র। এবং ৮৬.২০ শতাংশ ছাত্রী। দুর্গাপুরের অনন্যা মণ্ডল পেয়েছে ৯৮.০২ শতাংশ।
কলকাতার কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে অন্যতম ঐশী কুণ্ডু। আর্মি পাবলিক স্কুল বালিগঞ্জের ছাত্রী ঐশী কলা বিভাগে ৯৭.৬ শতাংশ নম্বর পেয়েছে।
বিড়লা হাই ফর বয়েজের অভিষেক মেহেতার নম্বরও নজরকাড়ার মতোই। বিজ্ঞান বিভাগের ছাত্র অভিষেক পেয়েছে ৯৭ শতাংশ নম্বর।
কলকাতা বিডি মেমোরিয়াল, এপিজে স্কুল, মহাদেবী বিড়লা স্কুলে সর্বোচ্চ প্রাপকদের নম্বরও ৯৬ শতাংশের বেশি।

.